আজ চার ঘণ্টা বন্ধ থাকবে মেট্রো রেলের দুটি স্টেশন

SHARE

পহেলা বৈশাখ উপলক্ষে আজ সোমবার মেট্রো রেলের ঢাকা বিশ্ববিদ্যালয় ও শাহবাগ স্টেশন চার ঘণ্টার জন্য বন্ধ থাকবে। গতকাল রবিবার ঢাকা ম্যাস ট্রানজিট কম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) ওয়েবসাইটে এসংক্রান্ত একটি নোটিশে চলাচলের এই বিশেষ ঘোষণা দিয়েছে কর্তৃপক্ষ।

ডিএমটিসিএল জানিয়েছে, বাংলা নববর্ষ ১৪৩২ সুষ্ঠুভাবে উদযাপন উপলক্ষে জননিরাপত্তার স্বার্থে ১৪ এপ্রিল ঢাকা বিশ্ববিদ্যালয় ও শাহবাগ মেট্রো রেলস্টেশন দুপুর ১২টা পর্যন্ত বন্ধ থাকবে। সাময়িক অসুবিধার জন্য কর্তৃপক্ষ যাত্রীদের কাছে দুঃখ প্রকাশ করেছে।