কালিয়াকৈরে চারটি ঝুটের গোডাউনে ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ৫ ইউনিট

SHARE

গাজীপুরের কালিয়াকৈরের খাড়াজোড়া এলাকায় চারটি ঝুটের গোডাউনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট কাজ করছে। বুধবার (৯ এপ্রিল) বিকেল ৫টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

এদিকে আগুন লাগা ওই সব ঝুটের গোডাউনের পাশে গ্যাস সিলিন্ডার কারখানা থাকায় আশপাশের দোকান ও বাড়ির মালিকদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
এ ছাড়া অগ্নিকাণ্ডের স্থানটি ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের পাশে থাকায় সড়কে যানবাহন ধীরগতিতে চলছে।

জানা যায়, কালিয়াকৈর উপজেলার খাড়াজোড়া এলাকায় ইমরানের ঝুটের গোডাউন থেকে আগুনের সূত্রপাত হয়। পরে আগুন মুহূর্তের মধ্যেই পাশের আলতাফ, হাফিজুর ও শাজাহানের গোডাউন আগুন ছড়িয়ে পড়ে। এ সময় আগুনের লেলিহান শিখায় ওই চারটি গোডাউনসহ গোডাউনে থাকা বিভিন্ন মালামাল পুড়ে যায়।
খবর পেয়ে কালিয়াকৈর ও কোনাবাড়ী ফায়ার সার্ভিসের ৫ টি ইউনিট ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে।

কোনাবাড়ী ফায়ার সার্ভিসের ওয়ারহাউজ ইন্সপেক্টর সাইফুল ইসলাম বলেন, ‘আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস কর্মীরা কাজ চালিয়ে যাচ্ছেন। আগুন লাগার কারণ এখনো জানা যায়নি।