দ্বিগুন বাড়ল জংলির শো

SHARE

ঈদুল ফিতরে মুক্তি পেয়েছে এম রাহিমের ‘জংলি’। সিয়াম আহমেদ, শবনম বুবলী, প্রার্থনা ফারদিন দীঘি অভিনীত ছবিটি প্রথম দিন থেকেই সিনেপ্লেক্সের সবগুলো শো হাউসফুল দিচ্ছিল। তবে দর্শকদের কাছে তুমুল চাহিদা থাকলেও চেইন এই মাল্টিপ্লেক্সের সবগুলো শাখায় শো কম থাকায় সিনেমাটি দেখতে এসে টিকিট না পেয়ে ফিরে যাওয়ার ঘটনা ঘটছিল।

‘জংলি’ টিম থেকে বারবার শো বাড়ানোর দাবিও তোলা হয়।
তবে শো না বাড়ায় এটা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে দর্শক লেখালেখিও করেন। অবশ্য মাঝে দু-একটি শো বাড়িয়েও আবার কমিয়ে আনা হয়। ছবিটি মুক্তির এক সপ্তাহ পেরোতেই এবার জানা গেল, সিনেপ্লেক্সের শাখাগুলোতে ‘জংলি’র শো বেড়েছে দ্বিগুণ। বিষয়টি নিশ্চিত করেছেন সিনেমাটির প্রযোজনা সংস্থা টাইগার মিডিয়ার কর্ণধার জাহিদ হাসান অভি।

তিনি বলেন, “আমাদের ‘জংলি’ গল্পের সিনেমা। এই এক সপ্তাহে সেটা দর্শকদের মুখ থেকেই প্রমাণিত হয়েছে। দর্শক পরিবার নিয়ে হলে এসে ‘জংলি’ দেখছেন। একজন দর্শকও ছবিটির কোনো খারাপ রিভিউ দেননি।
এটাই আমাদের জন্য বড় প্রাপ্তির। এমন একটা গল্পের সিনেমার শো কমিয়ে রাখা হয়েছিল এত দিন, সিনেপ্লেক্সের সবগুলো শাখায় আমাদের মাত্র সাতটি শো ছিল। অথচ সবগুলো শোর টিকিট অগ্রিম বিক্রি হয়ে যাচ্ছিল। তার পরও শো বাড়ানো হচ্ছিল না। অবশেষে দর্শকদের ভালো লাগা আর চাহিদার কারণে এক সপ্তাহের মাথায় এসে ‘জংলি’র শো দ্বিগুণ করা হয়েছে।

স্টার সিনেপ্লেক্স কর্তৃপক্ষের কাছে জানা যায়, ঈদের দিন ‘জংলি’র সাতটি শো ছিল। দ্বিতীয় দিন তা বেড়ে হয় ৯টি। চতুর্থ দিনে সেটা কমিয়ে হয়েছিল মাত্র ছয়টি। অষ্টম দিনে এসে শো হয় আটটি। নবম দিনে এসে সিনেমাটির শো দেওয়া হয়েছে ১৪টি, যা মুক্তির দিনের সংখ্যার দ্বিগুণ।