চ্যাম্পিয়ন্স লিগের কোয়াটার ফাইনালের প্রথম লেগে বার্য়ান মিউনিখের মাঠ থেকে ২-১ গোলে জিতেছে ইন্টার মিলান।
মঙ্গলবার রাতে আলিয়েঞ্জে অ্যারেনায় প্রথমার্ধে ১-০ গোলের লিড নেয় ইনজাগির ইন্টার মিলান। গোল করেন দলটির আর্জেন্টাইন স্ট্রাইকার লওতারো মার্টিনেজ।
দ্বিতীয়ার্ধের ৮০ মিনিটে ওই গোল শোধ করে দেয় একের পর এক আক্রমণ তুলে ইন্টার মিলানকে কোণঠাসা করা স্বাগতিক বার্য়ান।
গোলটি করেন মৌসুম শেষে বার্য়ান ছাড়তে যাওয়া টমাস মুলার।
খানিক বাদেই পুনরায় লিডে ফেরে লিগ টেবিলে শীর্ষে থাকা ইন্টার মিলান। ৮৫ মিনিটে গোলটি করেন ফ্রাত্তেসি।
এই জয়ে চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালে এক পা দিয়ে ফেলেছে ইন্টার মিলান।
রক্ষণে অটুট দলটি ১৭ এপ্রিল ঘরের মাঠে বাভারিয়ানদের আটকে রাখতে পারলেই চলে যাবে শেষ চারে।