সদ্যই শেষ হলো ‘ইন্ডিয়ান আইডল সিজন ১৫’। এরমধ্য দিয়ে পর পর ‘ইন্ডিয়ান আইডল’-এর ছয়টি সিজনে বিচারকের দায়িত্ব পালন করেছেন সুরকার বিশাল দাদলানি। এবার বিচারকের ভূমিকা থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন তিনি। আগামী সিজনে আর দেখা মিলবে না তার।
সামাজিক যোগাযোগ মাধ্যমে এমনটা নিজেই জানিয়েছেন এই সুরকার। শোয়ের অন্য দুই বিচারক শ্রেয়া ঘোষাল ও বাদশার সঙ্গে একটি ভিডিও পোস্ট করে বিশাল লিখেছেন, ‘ইন্ডিয়ান আইডলকে বিদায় জানাচ্ছি। এখানেই আমি আমার যাত্রা শেষ করছি। টানা ৬ সিজন বিচারক ছিলাম।
এই শো থেকে আমি যে ভালোবাসা পেয়েছি, বিশেষত আমার সহকর্মী, শোয়ের প্রতিযোগী, অন্য বিচারক, যন্ত্রশিল্পীদের থেকে, তা কোনওদিন ভোলার নয়। এই শোয়ের মঞ্চকে আমি খুব মিস করব। এটা আমার দ্বিতীয় বাড়ি হয়ে উঠেছিল। শ্রেয়া, বাদশা, আদি, আরাধনা, চিত্রা, আনন্দজি, সোনাল, প্রতিভা, সাহিলসহ শোয়ের সঙ্গে জড়িত প্রত্যেককে অনেক ধন্যবাদ।
সময় এসে গেছে আমার আবার মঞ্চে দর্শকের দরবারে ফিরে যাওয়ার।’
শো ছেড়ে দেওয়ার কারণ ব্যাখ্যা করতে গিয়ে তিনি বলেন, ‘গত ৬ সিজন ধরে প্রত্যেক বছর এই রিয়েলিটি শো চলাকালীন ৬ মাস করে মুম্বাইতে আটকে থাকতে হয়েছে। কোনো শো করার সুযোগ পাইনি। এমনকী নতুন সুর নিয়ে কাজের অবকাশও হয়নি। ইন্ডিয়ান আইডল ছেড়ে এবার আমার নিজস্ব কাজে মন দিতে চাই।
সুর ও কনসার্টের জগতে ফিরতে চাই।’