‘স্বাধীনতা দিবস’-এ শুল্ক আরোপের ঘোষণা দিতে প্রস্তুত ট্রাম্প

SHARE

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আজ বুধবার ‘স্বাধীনতা দিবস’-এর দিন নতুন শুল্ক আরোপের ঘোষণা দিতে প্রস্তুত। তিনি এই বুধবারকে ‘লিবারেশন ডে’ বলে ঘোষণা দিয়েছেন। ট্রাম্প রিসিপ্রোক্যাল ট্যারিফ বা পাল্টাপাল্টি শুল্ক আরোপে করার প্রস্তুতি নিচ্ছেন। তিনি বলেছেন, এই শুল্কের ফলে সব দেশই প্রভাবিত হবে।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেওয়ার পর থেকে ডোনাল্ড ট্রাম্প একের পর এক বিভিন্ন দেশের পণ্য আমদানিতে শুল্ক আরোপ করেছেন। চীন থেকে শুরু করে কানাডা, যুক্তরাজ্যসহ ইউরোপের ঐতিহাসিক মিত্র দেশগুলোর ওপর শুল্ক আরোপ করেছেন।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বাণিজ্যযুদ্ধ তীব্রতর হচ্ছে, তাই সবার দৃষ্টি বুধবারের দিকে। এ নিয়ে শেষ মুহূর্তে নানা জল্পনা-কল্পনা শুরু হয়েছে।
এর ফলে বিশ্বব্যাপী বাণিজ্যযুদ্ধ সূত্রপাত হতে পারে বলেও আশঙ্কা করা হচ্ছে।

ওয়াল স্ট্রিটের বাজার বন্ধ হওয়ার পর স্থানীয় সময় বিকেল ৪টায় হোয়াইট হাউসের রোজ গার্ডেনে মন্ত্রিসভার সদস্যদের সঙ্গে নিয়ে ট্রাম্প তার প্রস্তাবগুলো নিয়ে বৈঠক করবেন। তিনি যুক্তরাষ্ট্রকে অন্যায্য বিদেশি প্রতিযোগিতা থেকে রক্ষা করবেন এবং মার্কিন শিল্পের একটি নতুন ‘স্বর্ণযুগ’ তৈরি করবেন বলে প্রতিশ্রুতি দিয়েছেন।

ছোট-বড় সব দেশের ওপর শুল্ক আরোপ করবেন।
অর্থনৈতিক বিশেষজ্ঞদের তিনি জোর দিয়ে বলেছেন, বন্ধু ও শত্রু উভয়ের সঙ্গেই আমেরিকার বাণিজ্য ভারসাম্যহীনতা মোকাবেলায় এটিই একমাত্র হাতিয়ার। তিনি আরো যুক্তি দিয়েছেন, শুল্ক মার্কিন শিল্পগুলোকে অন্যায্য বিদেশি প্রতিযোগিতা থেকে রক্ষা করবে। কিন্তু অর্থনীতিবিদরা জোর দিয়ে বলেছেন, ট্রাম্পের প্রস্তাবিত হারে বিস্তৃত শুল্ক বিপরীতমুখী হতে পারে।

সমালোচকরা বলছেন, আমদানিকারকরা এই খরচ বহন করলে শুধু মার্কিন ভোক্তাদের ওপরই এর প্রভাব পড়বে না, বরং তারা দেশে ও বিদেশে ক্ষতিকর মন্দার ঝুঁকিও বাড়িয়ে তুলতে পারে। ট্রাম্পের ঘোষণার কয়েক দিন আগে থেকেই বিশ্ববাজারে অস্থিরতা বিরাজ করছে।

অর্থনীতিবিদ সতর্ক করে দিয়েছেন, নতুন শুল্ক আরোপের ফলে অর্থনৈতিক প্রবৃদ্ধি ধীর হয়ে যেতে পারে। মূল্যস্ফীতিও বাড়তে পারে। আবার বিভিন্ন দেশও পাল্টা প্রতিক্রিয়ায় প্রতিশোধমূলক শুল্ক আরোপের পদক্ষেপ নিতে পারে। তবে অন্য দেশগুলো যে ধরনের শুল্ক আরোপ করে তার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ শুল্ক আরোপিত হবে বলেই ট্রাম্প প্রাথমিকভাবে জানিয়েছেন।

এদিকে সময়সীমা ঘনিয়ে আসার সঙ্গে সঙ্গেই মার্কিন মিডিয়া জানিয়েছে, ট্রাম্প ২০ শতাংশ শুল্ক কমানোর কথাও বিবেচনা করছেন এবং কিছু দেশের ওপর অগ্রাধিকারমূলক পদক্ষেপ নেওয়া হতে পারে।

হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট বলেছেন, ট্রাম্প শুল্ক নিয়ে ঘোষণার প্রাক্কালে শীর্ষ উপদেষ্টাদের সঙ্গে বৈঠক করছেন। তিনি আরো জানান, বুধবারের ঘোষণার পরে ‘অবিলম্বে’ শুল্ক কার্যকর হবে। ট্রাম্প জানুয়ারিতে ক্ষমতায় ফিরে আসার পর থেকে বেশ কয়েকটি শুল্ক ঘোষণা নিয়ে দ্বিধাগ্রস্ত ছিলেন। তবে তার পরিকল্পনা বিশ্বজুড়ে বাণিজ্যযুদ্ধের আশঙ্কা বাড়িয়েছে।

সূত্র : এএফপি