মধ্য-উত্তর নাইজেরিয়ার একটি গ্রামে সশস্ত্র ব্যক্তিরা ১০ জনকে গুলি করে হত্যা করেছে। শুক্রবার স্থানীয় সূত্র এ খবর জানিয়েছে। এই অঞ্চলটিতে নিয়মিতভাবে আন্তঃসাম্প্রদায়িক সহিংসতায় ঘটনা ঘটে।
প্লেটো রাজ্যে অবস্থিত রুউই গ্রামে এই ঘটনাটি ঘটেছে বলে এএফপির প্রতিবেদনে বলা হয়েছে।
রাজ্যটি দেশের বেশিরভাগ মুসলিম-অধ্যুষিত উত্তর অর্ধেক এবং খ্রিস্টান-অধ্যুষিত দক্ষিণের মধ্যে অভ্যন্তরীণ সীমান্তে অবস্থিত। এটি এমন একটি রাজ্য যেখানে যাযাবর পশুপালক এবং পশুপালক কৃষকদের মধ্যে নিয়মিত সহিংসতা দেখা যায়।
গ্রামের নেতা মোসেস জন এএফপিকে বলেন, ‘গত বৃহস্পতিবার রাতে অজ্ঞাত ব্যক্তিরা সম্প্রদায়ের ভেতরে এসে এলোপাতাড়িভাবে গুলি চালিয়ে ১০ জনকে হত্যা করে। আরো তিনজন আহত হয়েছে এবং তাদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।
আমি আপনাকে ঠিক বলতে পারছি না কেন আমাদের ওপর আক্রমণ করা হয়েছে।’
জোশুয়া মারেন নামে একজন গ্রামবাসী কর্তৃপক্ষকে তাদের উদ্ধারে নিরাপত্তা কর্মীদের পাঠানোর আহ্বান জানিয়েছেন। প্লেটো রাজ্য কমান্ডের পুলিশ মুখপাত্র আলফ্রেড আলাবো শুক্রবার এক বিবৃতিতে হামলার বিষয়টি নিশ্চিত করেছেন, তবে নিহতদের সংখ্যা সম্পর্কে কোনো মন্তব্য করেননি।
তিনি বলেন, ‘পুলিশ কিছু অজ্ঞাত সশস্ত্র দুষ্কৃতীর বৃহস্পতিবার রুই গ্রামে আক্রমণের খবর পায় এবং সশস্ত্র দুষ্কৃতীরা বিক্ষিপ্তভাবে গুলি চালাতে শুরু করে।
’ তিনি বলেন, ‘এ ঘটনায় একটি শোক অনুষ্ঠানে উপস্থিত কিছু মানুষ দুর্ভাগ্যবশত প্রাণ হারান, অন্যরা বিভিন্ন মাত্রায় আহত হন।’
দেশের নিরাপত্তা বাহিনীকে এ জঘন্য অপরাধের অপরাধীদের খুঁজে বের করার এবং ক্ষতিগ্রস্তদের ন্যায়বিচার নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন রাজ্যের তথ্য কমিশনার জয়েস রামনাপ। ২০২৩ সালের ক্রিসমাসে সংখ্যাগরিষ্ঠ খ্রিস্টান গ্রামে রক্তাক্ত হামলায় প্রায় ২০০ জন নিহত হওয়ার পর থেকে রাজ্যে উত্তেজনা বেড়েছে। গত বছরের মে মাসে ওয়াসে শহরে প্রায় ৪০ জন নিহত হয় এবং বাড়িঘর পুড়িয়ে দেওয়া হয়।
সূত্র : এএফপি