সোমালিয়া সীমান্তের কাছে উত্তর-পূর্ব কেনিয়ার একটি ঘাঁটিতে হামলায় ছয় পুলিশ সদস্য নিহত হয়েছেন। এই হামলার দায় কেউ স্বীকার না করলেও হামলার ধরণ দেখে এটি আল শাবাব জঙ্গি গোষ্ঠীদেরকে সন্দেহ করছে দেশটির কর্তৃপক্ষ।
রবিবার স্থানীয় সময় ভোর সাড়ে ৫টার দিকে গারিসা কাউন্টির একটি পুলিশ ফাঁড়িতে হামলার এ ঘটনাটি ঘটে। খবর বিবিসির।
গারিসা কাউন্টি কমিশনার মোহাম্মদ মওয়াবুদজো বলেছেন, সোমালিভিত্তিক জঙ্গি গোষ্ঠী আল-শাবাবের অভিযানের ধরণ অনুসরণ করে এই হামলা চালানো হয়েছে।
তিনি বলেন, রবিবার স্থানীয় সময় ভোর সাড়ে ৫টায় অফিসাররা যখন তাদের সকালের নামাজের প্রস্তুতি নিচ্ছিলেন, তখন তাদের ওপর অতর্কিত হামলা চালানো হয়। নিহত ছয় কর্মকর্তা ছাড়াও আরো চারজন আহত হন। তাদেরকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আল-শাবাব প্রায়শই কেনিয়ার সামরিক এবং বেসামরিক জনগোষ্ঠী উভয়কেই লক্ষ্য করে সীমান্ত পার হয়ে এসে হামলা চালায়।
গণমাধ্যমের কাছে পাঠানো পুলিশের এক প্রতিবেদনে বলা হয়েছে, সোমালিয়ার আল কায়েদার মিত্র গোষ্ঠী আল শাবাবের সন্দেহভাজন যোদ্ধারা হামলাটি চালিয়েছে। ওই গোষ্ঠীটির হামলাকারীরা ভোরে রিজার্ভ পুলিশের একটি ফাঁড়িতে হামলা চালায়। তারা ফাঁড়িটি আক্রমণ করতে বিভিন্ন ধরনের অস্ত্র ব্যবহার করে।