হাসপাতাল থেকে বাড়ি ফিরলেন পোপ ফ্রান্সিস

SHARE

প্রাণঘাতী নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে পাঁচ সপ্তাহ হাসপাতালে ভর্তি থাকার পর অবশেষে ভ্যাটিকানে নিজ বাসভবনে ফিরেছেন পোপ ফ্রান্সিস। স্থানীয় সময় রবিবার (২৩ মার্চ) রোমের জেমিলি হাসপাতাল থেকে তাকে ছাড়পত্র দেওয়া হয়।

হাসপাতালের বারান্দা থেকে সকলের উদ্দেশে হাত নেড়ে অভিবাদন জানান তিনি। সেই সময় তিনি একটি হুইলচেয়ারে বসেছিলেন।
তবে তার চিকিৎসক সার্জিও আলফিয়েরি বলেছেন, তাকে সুস্থ হতে এখনো ‘কমপক্ষে দুই মাস’ সময় লাগবে।

ফুসফুসের জটিল সংক্রমণ নিয়ে গত ১৪ ফেব্রুয়ারি ৮৮ বছর বয়সি পোপ হাসপাতালে ভর্তি হন। এরপর প্রায় এক মাস ধরে ওই হাসপাতালেই চিকিৎসা নিচ্ছিলেন তিনি।

তবে এর মাঝেও তিনি তার গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করে যাচ্ছেন।
আর্জেন্টাইন এই ধর্মগুরু ১২ বছর ধরে রোমান ক্যাথলিক চার্চের নেতা হিসেবে দায়িত্ব পালন করছেন।