সৌদিতে আলোচনার আগে ইউক্রেনে প্রাণঘাতী ড্রোন হামলা রাশিয়ার

SHARE

ইউক্রেনে প্রাণঘাতী ড্রোন হামলা চালিয়েছে রাশিয়া। পূর্ব ইউরোপের এই দেশটির জাপোরিঝিয়া শহরে রুশ সামরিক বাহিনীর চালানো ড্রোন হামলায় কমপক্ষে তিনজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ১২ জন।

সৌদি আরবে যুত্তরাষ্ট্রের সঙ্গে পরবর্তী আলোচনার আগে ইউক্রেনে প্রাণঘাতী এই হামলা চালাল মস্কো। শনিবার (২২ মার্চ) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম আল জাজিরা।

আঞ্চলিক গভর্নর ইভান ফেডোরভ শনিবার বলেছেন, আগের রাতে চালানো এই হামলায় আবাসিক ভবন, গাড়ি এবং আবাসিক ভবনে আগুন লেগেছে। জরুরি পরিষেবাগুলোর কর্মীরা ধ্বংসস্তূপ থেকে জীবিতদের উদ্ধার করছে বলেও ছবিতে দেখা যাচ্ছে।

তিন বছরের বেশি সময় ধরে চলা এই যুদ্ধ থামানোর লক্ষ্যে সোমবার সৌদি আরবে মার্কিন কর্মকর্তাদের সাথে রাশিয়া ও ইউক্রেনের প্রতিনিধিদল পৃথক বৈঠকে বসতে চলেছে। তার আগেই এই হামলা হলো।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রাশিয়া ও ইউক্রেনের প্রেসিডেন্টের সাথে পরপর কয়েকদিন পৃথকভাবে ফোনালাপ করার পর ইউক্রেন ও রাশিয়া এই সপ্তাহে সীমিত অস্ত্রবিরতির বিষয়ে নীতিগতভাবে একমত হয়েঠিল, তবে কোন কোন লক্ষ্যবস্তুতে আক্রমণের সীমা থাকবে তা এখনও বিতর্কিত।

সীমিত যুদ্ধবিরতির আওতায় কী কী বিষয় অন্তর্ভুক্ত করা হয়েছে সে সম্পর্কে তিন পক্ষের মধ্যে সম্পূর্ণ ভিন্ন মতামত রয়েছে বলে মনে হচ্ছে। হোয়াইট হাউস জানিয়েছে, “জ্বালানি ও অবকাঠামো” এই চুক্তির অংশ হবে, তবে ক্রেমলিন ঘোষণা করেছে, চুক্তিটি “জ্বালানি অবকাঠামো” সম্পর্কে খুবই সংকীর্ণভাবে উল্লেখ করেছে। অন্যদিকে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, তিনি রেলওয়ে এবং বন্দরগুলোকেও সুরক্ষিত রাখতে চান।

আল জাজিরা বলছে, জাপোরিঝিয়ায় রুশ হামলায় নিহতদের মধ্যে একই পরিবারের তিনজন সদস্য রয়েছেন। মেয়ে এবং বাবার মৃতদেহ ধ্বংসস্তূপের নিচ থেকে বের করা হয়েছে। আর
ডাক্তাররা ১০ ঘণ্টারও বেশি সময় ধরে মায়ের জীবন বাঁচাতে লড়াই করে ব্যর্থ হয়েছেন বলে ফেডোরভ টেলিগ্রাম মেসেজিং অ্যাপে লিখেছেন।

ইউক্রেনীয় বিমান বাহিনী জানিয়েছে, শনিবার রাতভর সর্বশেষ আক্রমণের সময় রাশিয়া ১৭৯টি ড্রোন এবং ডিকয় নিক্ষেপ করেছে। তারা জানিয়েছে, ১০০টি ড্রোনকে বাধা দেওয়া হয়েছে এবং আরও ৬৩টি হারিয়ে গেছে, সম্ভবত ইলেকট্রনিকভাবে জ্যাম হয়ে গেছে।

কিয়েভ এবং ডিনিপ্রোপেট্রোভস্ক অঞ্চলের কর্মকর্তারাও জানিয়েছেন, আটকানো ড্রোন থেকে ধ্বংসাবশেষ পড়ে আগুন লেগেছে।

এদিকে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ৪৭টি ইউক্রেনীয় ড্রোন গুলি করে ভূপাতিত করেছে।

মন্ত্রণালয় জানিয়েছে, “২০২২ সালের মতো আলোচনা প্রক্রিয়া ব্যাহত করার লক্ষ্যে আবারও উস্কানিমূলক পদক্ষেপ নেওয়া হচ্ছে। আমরা স্পষ্টভাবে সতর্ক করছি, যদি কিয়েভ সরকার তার ধ্বংসাত্মক কর্মকাণ্ড অব্যাহত রাখে, তাহলে রাশিয়ান ফেডারেশনও জবাব দেওয়ার অধিকার সংরক্ষণ করে।”