ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় ফের স্থল অভিযান শুরু করেছে ইসরায়েল। ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ তাদের সেনাবাহিনীকে ‘গাজার অতিরিক্ত কিছু এলাকা নিয়ন্ত্রণে নিতে’ নির্দেশ দিয়েছেন। হামাস যদি তাদের কাছে থাকা বাকি সব জিম্মিকে মুক্তি না দেয় তাহলে ভূখণ্ডটির অংশবিশেষ চিরতরে দখল করে নেওয়ারও হুমকি দিয়েছেন তিনি।
শুক্রবার প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ বলেছেন, ‘জীবিত ও মৃত উভয়’ জিম্মিরা ফিরে না আসা পর্যন্ত সামরিক বাহিনী গাজায় তাদের স্থল অভিযান আরো জোরদারভাবে চালিয়ে যাবে।
খবর রয়টার্সের।
কাটজ তার বিবৃতিতে বলেন, ‘হামাস যতবার প্রস্তাব প্রত্যাখ্যান করবে, ততই তারা আরো ভূখণ্ড ইসরায়েলের কাছে হারাবে। আকাশ, সমুদ্র ও স্থলপথে হামলা এবং স্থল অভিযানের আওতা বাড়ানোর মাধ্যমে আমরা তীব্র লড়াইয়ে নামবো, যতক্ষণ পর্যন্ত না জিম্মিরা মুক্তি পায় ও হামাস পরাজিত হয়।
গাজায় এখনো বন্দি ৫৯ জিম্মির মধ্যে ২৪ জন জীবিত আছে বলে ধারণা করা হচ্ছে, কিন্তু যুদ্ধবিরতির দ্বিতীয় ধাপ নিয়ে আলোচনায় এখন পর্যন্ত কোনো অগ্রগতি না হওয়ায় তাদের ভাগ্য সুতায় ঝুলছে।
সোয়া এক বছরের যুদ্ধের পর যুক্তরাষ্ট্র, কাতার ও মিশরের মধ্যস্থতায় চলতি বছরের জানুয়ারিতে একটি যুদ্ধবিরতিতে সম্মত হয় ইসরায়েল ও হামাস। ওই যুদ্ধবিরতি তিন ধাপে কার্যকর হওয়ার কথা থাকলেও প্রথম ধাপের পরবর্তী কার্যক্রম নিয়ে দুই পক্ষের মধ্যে মতের মিল হয়নি।