হামাসের সামরিক গোয়েন্দা প্রধানকে হত্যার দাবি ইসরায়েলের

SHARE

দক্ষিণ গাজায় হামাসের সামরিক গোয়েন্দা প্রধানকে হত্যা করা হয়েছে বলে দাবি করেছে ইসরায়েলি সেনাবাহিনী। সেনাবাহিনী শুক্রবার জানিয়েছে, বৃহস্পতিবার তাকে হত্যা করা হয়।

শুক্রবার এক যৌথ বিবৃতিতে আইডিএফ এবং শিন বেট ঘোষণা করে, সিরিয়ার নিরাপত্তা বাহিনী দক্ষিণ গাজা উপত্যকায় হামাসের সামরিক গোয়েন্দা প্রধান ওসামা তাবাশকে হত্যা করেছে।

এক বিবৃতিতে, সেনাবাহিনী হামাস নেতার নাম ওসামা তাবাশ বলেছে।
তারা জানিয়েছে, তিনি জঙ্গি গোষ্ঠীর নজরদারি এবং লক্ষ্যবস্তু ইউনিটের প্রধানও ছিলেন। হামাসের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করা হয়নি।

বিবৃতিতে বলা হয়, ‘তিনি একাধিক সন্ত্রাসী হামলায় জড়িত ছিলেন এবং পরিচালনা করেছিলেন, যার মধ্যে ২০০৫ সালে গাজা উপত্যকার গুশ কাতিফ জংশনে আত্মঘাতী বোমা হামলাও ছিল। যেখানে শিন বেটের সমন্বয়কারী ওদেদ শ্যারন নিহত হন।

তাবাশ ছিলেন হামাসের একজন অভিজ্ঞ সদস্য এবং তাকে সন্ত্রাসী গোষ্ঠীর জন্য একটি ‘গুরুত্বপূর্ণ জ্ঞানসম্পন্ন’ ব্যক্তি হিসেবে বিবেচনা করা হতো। তিনি বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে কাজ করেছেন, এর মধ্যে হামাসের খান ইউনুস ব্রিগেডে ব্যাটালিয়ন কমান্ডারের ভূমিকা ছিল।

তিনি হামাসের জন্য কী করেছিলেন?

জেরুজালেম পোস্টের প্রতিবেদনে বলা হয়েছে, তাবাশ হামাসের যুদ্ধ কৌশল প্রণয়ন করতেন। যার মধ্যে দক্ষিণ গাজায় হামাসের সামরিক শাখার গোয়েন্দা তথ্য সমন্বয় করা এবং এলাকায় তাদের কার্যক্রম পরিচালনা করা অন্তর্ভুক্ত ছিল।
গত এক বছর ধরে তিনি হামাসের জন্য সেনা গঠনের প্রচেষ্টায় জড়িত ছিলেন এবং যুদ্ধের সময় হামাসের যে ক্ষতি হয়েছিল, এরপর সামরিক সক্ষমতা পুনর্নির্মাণের জন্য কাজ করেছিলেন।

তিনি যে নজরদারি এবং লক্ষ্যবস্তু ইউনিট পরিচালনা করেছিলেন তা ইসরায়েল এবং গাজা উপত্যকায় হামাসের জন্য লক্ষ্যবস্তু তৈরির জন্য ভিজ্যুয়াল গোয়েন্দা তথ্য সংগ্রহ করত। ৭ অক্টোবরের পরিকল্পনা ও সমন্বয়ের জন্যও তিনি দায়িত্ব পালন করেছিলেন বলে প্রতিবেদনে বলা হয়েছে। যুদ্ধের সময় তিনি হামাসের নজরদারি ইউনিটের নেতৃত্ব দেন। গোয়েন্দা তথ্য সংগ্রহ করেন এবং আইডিএফ অভিযান পর্যবেক্ষণ করেন।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনের পূর্ণ সমর্থনে ইসরায়েল গাজায় বৃহৎ আকারের সামরিক অভিযান পুনরায় শুরু করেছে, যা ব্যাপক নিন্দার সম্মুখীন হয়েছে। তুরস্কের পররাষ্ট্র মন্ত্রণালয় গাজায় তুরস্কের নির্মিত একটি হাসপাতালে ইসরায়েলের ইচ্ছাকৃত আক্রমণের নিন্দা জানিয়েছে।

তুরস্কের অভিযোগ সম্পর্কে এক প্রশ্নের জবাবে একজন সামরিক মুখপাত্র এএফপিকে বলেন, ‘সামরিক বাহিনী হামাসের একটি সন্ত্রাসী অবকাঠামোতে হামলা চালিয়েছে, যা পূর্বে মধ্য গাজা উপত্যকার একটি হাসপাতাল ছিল।’

এক বিবৃতিতে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় তুর্কি-ফিলিস্তিনি মৈত্রী হাসপাতালে বোমা হামলা চালানোয় ইসরায়েলের নিন্দা করেছে। এই হাসপাতালটি গাজা উপত্যকার ক্যান্সার রোগীদের চিকিৎসার জন্য মনোনীত একমাত্র হাসপাতাল।

গত মঙ্গলবার ভোর থেকে গাজা ভূখণ্ডে ফের হামলা শুরু করেছে ইসরায়েল। হামলায় ইতিমধ্যেই ৬০০ জনের বেশি মৃত্যু হয়েছে। হামাস কর্তৃপক্ষ জানিয়েছে, হামলায় গাজার সরকারের বেশ কয়েকজন শীর্ষস্থানীয় কর্তা নিহত হয়েছেন। আটক অবশিষ্ট পণবন্দিদের মুক্তি না দিলে গাজায় আরও তীব্র হামলার হুঁশিয়ারি দিয়েছে ইসরায়েল।

সূত্র : আলঅ্যারাবিয়া।