লেবাননে নতুন রাষ্ট্রদূত নিয়োগ দিলেন ট্রাম্প

SHARE

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প লেবাননে নতুন রাষ্ট্রদূত নিয়োগ দিয়েছেন। শুক্রবার (৭ মার্চ) ট্রাম্প নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে এক বিবৃতিতে এ কথা জানিয়েছেন।

তিনি সেখানে লিখেছেন, মিশেল একজন অসাধারণ ব্যবসায়ী, অর্থনীতি বিশেষজ্ঞ, উদ্যোক্তা এবং অসাধারণ একজন নেতা। বর্তমানে নিউটন ইনভেস্টমেন্ট গ্রুপের প্রধান নির্বাহী হিসেবে দায়িত্ব পালন করছেন মিশেল।
তিনি লেবাননের রাজধানী বৈরুতে জন্মগ্রহণ করেন। অল্প বয়সে তার পরিবার ফ্রান্সের প্যারিসে চলে যায়। প্যারিস বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে ডিগ্রি অর্জন করার পর তিনি প্যারিস ও নিউ ইয়র্কে ব্যবসায়ী হিসেবে কর্মজীবন শুরু করেন। পরে তিনি একটি অটোমোবাইল ডিলারশিপ কিনে তা বিক্রি করে নিউটন ইনভেস্টমেন্ট গ্রুপে যোগ দেন।
ব্যবসায়িক অভিজ্ঞতা থাকা সত্ত্বেও মিশেলের কূটনৈতিক কোনো অভিজ্ঞতা নেই।

আমেরিকা ২০২৩ সালে লেবাননে একটি নতুন দূতাবাস নির্মাণ করছে। যা বাগদাদের পরে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম দূতাবাস হিসেবে পরিচিত হবে।

সূত্র: রয়টার্স