কুখ্যাত রাশিয়ান গ্যাংস্টারের ছেলে এক স্ট্রিপ ড্যান্সারের প্রেমে পড়ে। এরপর দুজন বিয়ে করে; কিন্তু সেই গ্যাংস্টার বিয়ে মেনে নেয় না। এমন গল্প নিয়েই সিনেমা ‘আনোরা’ নির্মাণ করেছেন শন বেকার। যে সিনেমা অস্কারে গড়ল ইতিহাস।
জিতল সেরা সিনেমার অস্কার। সেই সঙ্গে সিনেমার প্রধান চরিত্রে অভিনয় করে সেরা অভিনেত্রীর পুরস্কার উঠল মাইকি ম্যাডিসনের হাতে।
৯৭তম একাডেমি অ্যাওয়ার্ডে মাত্র ২৫ বছর বয়সে সেরা অভিনেত্রী হিসেবে পুরস্কৃত হলেন মার্কিন অভিনেত্রী মাইকি ম্যাডিশন। ‘আনোরা’ সিনেমায় অভিনয়ের জন্য এই পুরস্কার পান তিনি।
চলতি মাসের শেষদিকে ২৬ বছরে পা রাখবেন অভিনেত্রী। অস্কার ইতিহাসে নবম সর্বকনিষ্ঠ হিসেবে পুরস্কার জিতলেন তিনি।
গত বছর কান উৎসবে স্বর্ণপাম জেতা এই সিনেমাটি নিম্নবিত্ত মানুষের জীবনের বাস্তবতা আর তাদের স্বপ্নের টানাপড়েনের গল্প তুলে ধরে। গত বছর যখন কানে সিনেমাটি স্বর্ণপাম জেতে, অনেকেই চমকে গিয়েছিলেন।
কারণ সেবারের উৎসবে হেভিওয়েট নির্মাতাদের হারিয়ে সেরার পুরস্কার জেতা সহজ ছিল না। কান ঘুরে এখন অস্কারের সেরা অভিনেত্রীর পুরস্কার জয় করেছে সিনেমাটি।
সেরা অভিনেত্রীর পুরস্কার পেয়ে অস্কার মঞ্চে মাইকি বলেন, ‘এটা খুবই পরাবাস্তব!’ তিনি আরো বলেন, ‘আমি এলএ-তে বেড়ে উঠেছি, কিন্তু হলিউড সব সময়ই আমার কাছে অনেক দূর বলে মনে হতো। এই ঘরে দাঁড়িয়ে থাকতে পারা সত্যিই অবিশ্বাস্য।’
এদিকে ৯৭তম অস্কার অ্যাওয়ার্ডে সেরা অভিনেতার পুরস্কার উঠেছে অ্যাড্রিয়ান ব্রডির হাতে।
‘দ্য ব্রুটালিস্ট’-এ দুর্দান্ত অভিনয়ের জন্য এ পুরস্কার পান তিনি। সেরা পরিচালকের পুরস্কার জেতেন শন বেকার। রবিবার (২ মার্চ) লস অ্যাঞ্জেলেসে হলিউড অ্যান্ড হাইল্যান্ড সেন্টারের ডলবি থিয়েটারে চোখধাঁধানো এক আয়োজনের মধ্য দিয়ে ঘোষণা করা হয় ৯৭তম একাডেমি অ্যাওয়ার্ড। জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানটি সঞ্চালনা করেন কনান ও’ব্রায়েন।