অনুমান ছিল আগে থেকেই। সিনেমাপ্রেমীদের প্রত্যাশা ছিল, এ বছর অস্কারে সেরার পুরস্কারটা উঠবে অ্যাড্রিয়েন ব্রডির হাতে। উঠল তাই। অস্কারের ৯৭তম আসরে সেরা অভিনেতার পুরস্কার ঘরে তুললেন গুণী অভিনেতা অ্যাড্রিয়েন ব্রডি।
বছরের অন্যতম আলোচিত চলচ্চিত্র ‘দ্য ব্রুটালিস্ট’-এর জন্য বছরসেরার অস্কার হাতে উঠে অভিনেতার। এটি তার ক্যারিয়ারের দ্বিতীয় অস্কারজয়।
যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসের ডলবি থিয়েটারে রবিবার (২ মার্চ) সন্ধ্যায় অস্কারের জমকালো আসরে সেরা এই পুরস্কার ঘোষণা করা হয়। সেরা অভিনেতার অস্কার জেতার মাধ্যমে মাত্র দুইবার মনোনয়নে দুবারই পুরস্কার জিতে রেকর্ড গড়লেন ব্রডি।
ব্র্যাডি করবেট পরিচালিত ‘দ্য ব্রুটালিস্ট’ সিনেমাটি নির্মিত হয়েছে শরণার্থীর জীবনের সংগ্রাম, তাদের স্বপ্ন, লড়াই ও নৈতিকতার টানাপোড়েনের গল্পে। এই সিনেমায় হাঙ্গেরির গণহত্যা থেকে বেঁচে যাওয়া এক তরুণ স্থপতি মূল চরিত্র, তার নাম লাভি। যিনি সস্ত্রীক যুক্তরাষ্ট্রে গিয়ে তার ‘আমেরিকান ড্রিম’ বাস্তবায়ন করতে চায়। কিন্তু লাভির এই পরিচয় তৈরির পথটা জটিলতায় পূর্ণ।
এই পথটা সহজ করতে হলে তার নৈতিকতা বিসর্জন দিতে হবে। যা দিতে নারাজ লাভি। সিনেমার গল্পে শরণার্থীর জীবনের সংগ্রাম, তাদের স্বপ্ন, লড়াই ও নৈতিকতার দিকটি তুলে ধরেছেন নির্মাতা করবেট।
২০০২ সালে ‘দ্য পিয়ানিস্ট’ সিনেমার জন্য ২৯ বছর বয়সে সর্বকনিষ্ঠ অভিনেতা হিসেবে অস্কার জিতেছিলেন ব্রডি। পরের এতগুলো বছরে বলার মত তেমন কোনো সাফল্য নেই ব্রডির।
‘দ্য ব্রুটালিস্ট’ দিয়ে সেরা অভিনেতার পুরস্কার জেতা ব্রডির জন্যও তাই দুর্দান্ত ফেরার বছর এটি। সেই সঙ্গে ক্যারিয়ারে মাত্র দুইবার মনোনয়ন পেয়ে দুইবারই সেরার পুরস্কার জিতলেন ব্রডি যা অস্কারের ইতিহাসে অনন্য এক মাইলফলক।
এ বছর অস্কারে অভিনেত্রী মাইকি ম্যাডিসন জিতেছেন সেরা অভিনেত্রীর পুরস্কার। আনোরায় দুর্দান্ত অভিনয়ের জন্য সেরা হন তিনি। সেরা চলচ্চিত্রের পুরস্কার ঘরে তুলেছে ‘আনোরা’।
এছাড়াও আয়োজনের প্রথম পুরস্কারটি পেয়েছেন আমেরিকান অভিনেতা কিয়েরান কালকিন। ‘অ্যা রিয়েল পেইন’ চলচ্চিত্রে অভিনয়ের জন্য সেরা পার্শ্ব অভিনেতার স্বীকৃতি পেলেন তিনি। ‘এমিলিয়া পেরেজ’ চলচ্চিত্রে পার্শ্ব অভিনেত্রী হিসেবে অভিনয় করে অস্কার ছিনিয়ে নিলেন জো সালদানা। দ্বিতীয়বারের মতো অস্কার জিতে নিলেন শন বেকার। অ্যানোরা সিনেমার জন্য সেরা চিত্রনাট্যকার হিসেবে অস্কার জিতলেন তিনি।