রিয়াল-লিভারপুলের লেসকানো এখন বসুন্ধরা কিংসে

SHARE

হুয়ান লেসকানোর জন্ম আর্জেন্টিনায়। কিন্তু এই ফরোয়ার্ডের বেড়ে ওঠা স্প্যানিশ ক্লাব ইন্টার ডি মাদ্রিদে। এরপর লিভারপুলের যুব দল ঘুরে আবার ফিরে যান স্পেনে, যোগ দেন রিয়াল মাদ্রিদে। ২০১০-১১ মৌসুমে ইউরোপের সবচেয়ে সফলতম ক্লাবের যুব দলে খেলা এই ফুটবলারকে উড়িয়ে আনছে বসুন্ধরা কিংস।
মৌসুমের দ্বিতীয় পর্বের বাকি ম্যাচগুলোতে দেখা যাবে ৩২ বছরের এই ফুটবলারকে।

মধ্যবর্তী দলবদলের শেষ দিনে আজ লেসকানোর নাম বাফুফেতে জমা দিয়েছে বসুন্ধরা কিংস। বিষয়টি নিশ্চিত করেছেন কিংসের মিডিয়া ও মার্কেটিং ম্যানেজার আহমেদ শায়েক। তার সঙ্গে কিংসে আবারও ফিরছেন উজবেকিস্তানের মিডফিল্ডার আসরোর গফুরভ।
এছাড়াও দলে যোগ হচ্ছে ব্রাজিলিয়ান সেন্টার ব্যাক ও ঘানার একজন উইঙ্গার।

লেসকানোর পেশাদার ক্যারিয়ার শুরু সংযুক্ত আরব আমিরাতের ক্লাব আল আহলিতে। সুইজারল্যান্ডের ক্লাব এফসি লুগানোসহ আরও ৮টি ক্লাবে খেলেছেন এই স্ট্রাইকার। সর্বশেষ খেলেছেন চীনের ক্লাব চংকিং টংলিয়াংলং এফসিতে।
আক্রমণভাগে গোল খরা কাটাতেই লেসকানোকে দলে ভিড়িয়েছে কিংস। শিগগিরই ঢাকায় আসার কথা র‍য়েছে তার।