দেশে বিরাজমান বৈষম্যগুলোকে চিহ্নিত করে কাজ করতে হবে : শিরীন হক

SHARE

ছাত্র-গণ-অভ্যুত্থানের মাধ্যমে নারীর অধিকার প্রতিষ্ঠা ও অগ্রগতির জন্য কাজ করার সুযোগ সৃষ্টি হয়েছে উল্লেখ করে নারীবিষয়ক সংস্কার কমিশনের প্রধান শিরীন পারভীন হক বলেছেন, বৈষম্যবিরোধী আন্দোলনের সফলতায় সংস্কারের সুযোগ এসেছে। এই সুযোগ কাজে লাগিয়ে দেশে বিরাজমান বৈষম্যগুলোকে চিহ্নিত করে কাজ করতে হবে। দেশের সব ক্ষেত্রে নারীর প্রতি বৈষম্য নিরসনে কাজ করতে হবে।

আজ বৃহস্পতিবার রাজধানীর গুলশানের একটি হোটেলে আন্তর্জাতিক নারী দিবস-২০২৫ উপলক্ষে অ্যাকশনএইড বাংলাদেশ আয়োজিত অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

তিনি বলেন, ‘আমাদের মূল লক্ষ্য হবে, সব ক্ষেত্রে নারীর প্রতি বৈষম্যের নিরসন। নারী-পুরুষের বৈষম্য কমাতে কাজ করতে হবে। নারীর উন্নয়ন বিকাশে বাধাগুলো চিহ্নিত করতে হবে। অন্য সব সংস্কার কমিশনে নারী অধিকারের প্রাধান্য নিশ্চিত করতে হবে।
এটা আমরা চ্যালেঞ্জ হিসেবে নিচ্ছি। ক্রান্তিকালে নারীর অধিকার প্রতিষ্ঠা ও অগ্রগতির জন্য কাজ করার সর্বোত্তম সুযোগ।’

অনুষ্ঠানে নারীদের অর্থনৈতিক, সামাজিক ও রাজনৈতিক ক্ষমতায়নে সরকার, বেসরকারি উন্নয়ন সংস্থাদের একযোগে কাজ করার আহ্বান জানান এনজিওবিষয়ক ব্যুরোর পরিচালক (প্রকল্প-২) আসিফ মাহমুদ।

মহিলাবিষয়ক অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক (উপসচিব) মো. মনির হোসেন বলেন, ‘নারী উন্নয়নে সরকারের যেসব আইন-কানুন রয়েছে তা আপডেট করার কার্যক্রম চলছে।
একেবারে প্রান্তিক পর্যায় থেকে আমাদের কাজ করতে হবে।’

ইউএনডিপি বাংলাদেশের জেন্ডার টিম লিডার শারমিন ইসলাম বলেন, ‘বৈশ্বিক পরিমণ্ডলের তুলনায় আমাদের নারীদের উন্নয়নের চিত্র ভিন্ন। আমরা অনেক পিছিয়ে আছি। এ ক্ষেত্রে সরকারের নীতি-নির্ধারণ জায়গায় বারবার মনে করিয়ে দিতে হবে যে নারী উন্নয়নের প্রাধান্য দিতে হবে।’

অ্যাকশনএইড বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর ফারাহ্ কবিরের সঞ্চালনায় অনুষ্ঠানে সমাজে যৌন হয়রানি, সহিংসতা ও বাল্যবিয়ে বন্ধ এবং জলবায়ু, প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলা ও সবুজায়ন এবং ক্রীড়াঙ্গনে নারী নেতৃত্ব বিকাশে বিশেষ অবদান রাখার স্বীকৃতিস্বরূপ তিন ক্যাটাগরিতে দেশের প্রান্তিক পর্যায়ের তিনজনকে ‘নাসরীন স্মৃতিপদক ২০২৫’ পুরস্কার প্রদান করা হয়।
এ বছর পদক গ্রহণ করেন যথাক্রমে ডনাইপ্রু নেলি, রিনা খাতুন এবং আফরোজা খন্দকার।

অনুষ্ঠানে বক্তৃতা করেন অ্যাকশনএইড ইন্টারন্যাশনাল বাংলাদেশ সোসাইটির চেয়ারপারসন ইব্রাহিম খলিল আল জায়াদ, সমাজসেবা অধিদপ্তরের উপপরিচালক মো. আব্দুল হামিদ, জাতীয় মানবাধিকার কমিশনের সাবেক সদস্য মেঘনা গুহঠাকুরতা, দেশ গ্রোথ কম্পানির ব্যবস্থাপনা পরিচালক ভিদিয়া অম্রিত খান, জ্যেষ্ঠ সাংবাদিক সোহরাব হাসান, মাঝামাঝির প্রতিষ্ঠাতা জারিন জেবা খান প্রমুখ।