বগুড়ায় গাড়ি ভাঙচুর, ককটেল বিস্ফোরণ

SHARE

bogra mapজামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল মুহাম্মাদ কামারুজ্জামানের ফাঁসি কার্যকরের প্রতিবাদে জামায়াতের ডাকা সকাল-সন্ধ্যা হরতালের শুরুতেই বগুড়ায় পুলিশের সঙ্গে ধাওয়া-পাল্টা ধাওয়া, গাড়ি ভাঙচুর ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে।

সোমবার সকালে এ ধাওয়া-পাল্টা ধাওয়া, গাড়ি ভাঙচুর ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, সকাল পৌন ৯টার দিকে শহরের শেরপুর রোডের সিটি স্কুলের সামনে শিবির কর্মীরা রাস্তায় পেট্রল ঢেলে আগুন জ্বালিয়ে অবরোধ সৃষ্টি করে।

খবর পেয়ে পুলিশ সেখানে গেলে শিবির কর্মীরা পুলিশকে লক্ষ্য করে ৩টি ককটেলের বিস্ফোরণ ঘটায়। এসময় পুলিশও ফাঁকা গুলি ছুড়ে শিবির কর্মীদের ছত্রভঙ্গ করে দেয়।

সদর থানার ওসি আবুল বাসার জানান, এ ধরনের কোনো ঘটনার খবর তার জানা নেই।

এদিকে, সকাল ৯টার দিকে বগুড়া-নাটোর মহাসড়কের শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজের সামনে মহাসড়কের পেট্রল ঢেলে আগুন জ্বালিয়ে বিক্ষোভ করে শিবির কর্মীরা।

এসময় বেশকিছু যানবাহন ভাঙচুর ও ২টি ককটেলের বিস্ফোরণ ঘটে। পুলিশ ঘটনাস্থলে পৌঁছার আগেই শিবির কর্মীরা পালিয়ে যায়।

এদিকে সকাল ৭টায় হরতালের সমর্থনে শহরের খান্দারে বিক্ষোভ মিছিল করে জামায়াত-শিবির কর্মীরা।

অন্যদিকে সকাল সাড়ে ৭টায় নারুলী সাফি ক্লিনিকের সামনে আরেকটি মিছিল বের করে শহর জামায়াত।

এদিকে একই সময়ে শহরের নামাজগড়ে মিছিল বের করলে গোয়েন্দা পুলিশের ধাওয়ায় তা ছত্রভঙ্গ হয়ে যায়।