ইরাকে সৌদির এমবিসি চ্যানেলের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত

SHARE

মধ্যপ্রাচ্যের সশস্ত্র সংগঠন হামাস, হিজবুল্লাহ এবং ইরাকের মোবিলাইজেশন ফোর্সকে সন্ত্রাসী আখ্যা দেয়ায়, গতকাল ইরাকের বাগদাদে অবস্থিত সৌদি মালিকানাধীন একটি টেলিভিশন চ্যানেলের কার্যালয়ে হামলা চালিয়েছে শত শত মানুষ।

এ ঘটনার পর সৌদি আরবের মালিকানাধীন এমবিসি চ্যানেলের ইরাকে প্রদর্শনের লাইসেন্স বাতিলের উদ্যোগ নিয়েছে দেশটির সরকার। রোববার (২০ অক্টোবর) এক প্রতিবেদনে যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যম নিউ ইয়র্ক পোস্ট এ তথ্য জানায়।

প্রতিবেদনে বলা হয়, হামলার সময় অফিসটিতে আগুন ধরিয়ে দেন বিক্ষুব্ধরা। ইরাকের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একটি সূত্র এএফপিকে জানায়, স্থানীয় সময় শনিবার, সকালে এমবিসির বাগদাদ স্টুডিওতে ৪শ’ থেকে ৫শ’ মানুষ হামলা চালায়।

এ সময় উত্তেজিত জনতা টেলিভিশন চ্যানেলের ইলেকট্রনিক যন্ত্রাংশ, কম্পিউটার ভাঙচুর ও নষ্ট করে এবং ভবনের একটি অংশে আগুন ধরিয়ে দেয়।