লক্ষ্মীপুরের রামগতির আলেকজান্ডার বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে ৩০ কোটির টাকার ক্ষয়ক্ষতির আশঙ্কা করেছেন স্থানীয় ব্যবসায়ীরা।
শুক্রবার রাত সাড়ে ১২টার দিকে এ ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট স্থানীয়দের সহযোগিতায় ৫ ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন।
এ অগ্নিকাণ্ডে জুয়েলারি, মুদি, গার্মেন্টস, স্টেশনারি, খাবার হোটেল, ইলেকট্রনিক্সের দোকানসহ ছোট-বড় ৭০টি ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে গেছে।
রাতে লক্ষ্মীপুরের সহকারী পুলিশ সুপার নাসিম মিয়া ও রামগতি উপজেলা নির্বাহী কর্মকর্তা দেলোয়ার হোসেন ঘটনাস্থল পরিদর্শন করেন।
রামগতি উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. দেলোয়ার হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, একটি জুয়েলারি দোকান থেকে আগুনের সূত্রপাত। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এ অগ্নিকাণ্ডে ৬০ থেকে ৭০টি দোকান পুড়ে গেছে।
তিনি জানান, ক্ষতিগ্রস্তদের জেলা প্রশাসনের পক্ষ থেকে আর্থিক সহায়তা দেয়া হবে।