নেত্রকোনা : অবশেষে জেলার পূর্বধলার জারিয়ায় কংস নদীর উপর পাকা সেতু নির্মাণের উদ্যোগ গ্রহণ করা হয়েছে। এজন্য সরকার সাড়ে ১২ কোটি টাকা বরাদ্দ দিয়েছে।
আগামী জুলাই মাস থেকে সেতু নির্মানের কাজ শুরু হবে বলে জানা গেছে। নেত্রকোনা সড়কও জনপথ বিভাগ সেতু নির্মিত করবে।
নেত্রকোনা জেলা সড়কও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী মসুদ খান জানান, ১৯৯৫ সনে কংস নদীর উপর বড় ধনসের এই বেইলি সেতু নির্মাণ করা হয়।
তবে পিলারগুলো পাকা থাকায় বেইলি সরিয়ে সেখানে পাকা স্লাব বসানো হবে। সেতু নির্মাণকালে যানবাহন চলাচলের জন্য কংস নদীতে একটি বিকল্প সেতু নির্মাণ করা হবে।