আশুলিয়ার একটি বাড়িতে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। এ সময় ডাকাতরা বাড়ির মালিক মনির মন্ডলকে (৩০) গলাকেটে হত্যা করে নগদ-টাকা, স্বর্ণালংকারসহ কয়েক লাখ টাকার মালামাল লুটে নিয়েছে।
শুক্রবার রাত নয়টায় আশুলিয়ার দূর্গাপুরে এ ঘটনা ঘটে।
নিহত মনির মন্ডলের বোন জেসমীন জানান, দশ-বার জনের মুখোশধারী একদল ডাকাত মনির মন্ডলের বাড়ির তৃতীয় তলায় প্রবেশ করে সকলকে অস্ত্রের মুখে জিম্মি করে ফেলে। এসময় বাড়ির সবাইকে উলঙ্গ করে বেঁধে রেখে আলমাড়ী ভেঙে নগদ টাকা স্বর্নালংকারসহ কয়েক লক্ষ টাকার মালামাল লুট করে ডাকাতরা।
পরে ডাকাতরা বাড়ির কর্তা মনির মন্ডলকে বাথরুমে নিয়ে গলাকেটে হত্যা করে পালিয়ে যায়। বাড়ির সকলের চিৎকারে স্থানীয়রা ঘটনাস্থলে পৌঁছে পুলিশে খবর দেয়।
তবে ওই পরিবারের অভিযোগ জমিজমা সংক্রান্ত বিরোধের জের প্রতিপক্ষের লোকজন এ ঘটনা ঘটিয়েছে। ডাকাতি একটি বাহানা মাত্র। হত্যাই ছিল মূল উদ্দেশ্য।
পুলিশ ঘটনাস্থলে পৌছে নিহতের মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ডাকা মেডিকেলের মর্গে পাঠিয়েছে।
এব্যাপারে জানতে চাইলে আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোস্তফা কামাল বলেন, বাড়ির অন্য সদস্যদের অভিযোগের ভিত্তিতে ধারনা করা হচ্ছে প্রতিপক্ষের লোকজন এ হত্যাকাণ্ড ঘটিয়েছে। তবে বিষয়টি ক্ষতিয়ে দেখতে হবে।