গ্রামে বিদ্যুৎ সরবরাহ বাড়ানোর পরামর্শ প্রধানমন্ত্রীর

SHARE

hasina2গ্রামে বিদ্যুৎ সরবরাহ বাড়াতে সংশ্লিষ্টদের প্রতি পরামর্শ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

আজ বৃহস্পতিরার সকালে সচিবালয়ে বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রণালয় পরিদর্শনকালে প্রধানমন্ত্রী এ পরামর্শ দেন।

শেখ হাসিনা বলেন, গ্রামে বিদ্যুৎ সরবরাহ বাড়ালে সেখানে কর্মসংস্থান সৃষ্টি হবে। গ্রামে শিল্প প্রতিষ্ঠান গড়ে উঠবে। এতে গ্রামীন অর্থনীতি শক্তিশাল হবে। আর গ্রামীন অর্থনীতি শক্তিশাল হলে দেশ দ্রুতগতিতে এগোবে। শক্তিশাল হবে দেশের অর্থনীতি।

এ সময় প্রধানমন্ত্রী সবাইকে বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হওয়ার আহ্বান জানান। একই সঙ্গে তিনি বিদ্যুৎ সাশ্রয়ী প্রযুক্তি উদ্ভাবনের ওপরও জোর দেন।