নারীরা বিক্রি বাড়ায়, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির এমন মন্তব্যে বিতর্কের ঝড় উঠেছে সোশ্যাল মিডিয়ায়।
কেন্দ্রীয় জন-ধন যোজনার আওতায় বুধবার দিল্লিতে মুদ্রা ব্যাঙ্ক উদ্ঘাটন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভারতের প্রধানমন্ত্রী। সেখানে নিজের ভাষণে তিনি বলেন, কৃষক আম বিক্রি করলে পয়সা পান।
সেই আমের আচার তৈরি করে বিক্রি করলে আরও বেশি রোজগার হয়। আচার বোতলে পুরে বিক্রি করলে আয়ের মাত্রা বাড়ে। আর সেই বোতলে ভরা আচার যখন মহিলারা বিক্রি করতে বেরোন, তাহলে আরও বেশি রোজগার হয়।
মোদির এই মন্তব্যকে ঘিরেই সৃষ্টি হয় বিতর্ক। সমালোচকদের দাবি, মহিলাদের শুধুমাত্র পণ্য বিক্রেতা হিসেবেই মনে করেছেন মোদি।
এমনও বলা হচ্ছে, বিপণন দুনিয়ায় বেশির ভাগ পণ্যের বিজ্ঞাপনে যে ভাবে মহিলাদের ব্যবহার করা হয়, প্রধানমন্ত্রী সেই নীতিই সমর্থন করেছেন। এ বিষয়টি নিয়ে এখনও পর্যন্ত প্রতিক্রিয়া জানায়নি প্রধানমন্ত্রীর দপ্তর।