ফেসবুকের মাধ্যমে ডিভোর্সের নোটিস

SHARE

facebook17এবার ফেসবুকের মাধ্যমে ডিভোর্সের নোটিসও দেওয়া যাবে৷ সম্প্রতি এমনটাই করেছেন ব্রুকলিনবাসী নার্স, ২৬-বছর বয়সি এলানোরা বাইডু৷ ম্যানহ্যাটন আদালতের বিচারক ম্যাথিউ কুপার এই নোটিস অনুমোদনও করেছেন৷

বাইডুর কৌঁসুলি আন্ড্রূ স্পিনেল জানিয়েছেন, অনেক দিন ধরেই বাইডু, তার স্বামী ভিক্টর সেনা ব্লাড জ্রাকুর বিরুদ্ধে বিবাহ-বিচ্ছেদের মামলা দায়ের করতে চাইছিলেন৷ কিন্তু ফোনে দু’একবার যোগাযোগ হতে জ্রাকু জানিয়েছিলেন তিনি বেকার এবং তার নির্দিষ্ট কোনও ঠিকানাও নেই৷ তখন অনন্যোপায় হয়ে বাইডু সোশ্যাল মিডিয়ার সাহায্য নেন৷

বাইডুর সঙ্গে কথা বলে বিচারক কুপার যখন নিশ্চিত হন যে জ্রাকুর সত্যিই একটি ফেসবুক অ্যাকাউন্ট আছে এবং তাতে তিনি নিয়মিত লগ ইন করেন, তখনই তিনি এই ভাবে ডিভোর্স নোটিস দেওয়ার পক্ষে মত দেন৷

কুপার বলেন ফেসবুক, টুইটারের মতো সোশ্যাল মিডিয়া চলে আসায়, তার যোগ্য প্রয়োগ করে সমনও পাঠানো যেতে পারে৷ ২০০৯ সালে আইনি বিবাহের পর, বাইডু সাবেকি প্রথায় বিবাহের কথা তুলতে জ্রাকু কেবলই সেই প্রসঙ্গ এড়িয়ে যেতে থাকেন৷ দু’জনে আদতে ঘানার বাসিন্দা হলেও একসঙ্গে কখনও থাকেননি৷

স্পিনেল জানিয়েছেন, তার মক্কেল কোনো খোরপোষ চান না, শুধু অসুখী দাম্পত্য থেকে বেরিয়ে এসে নতুনভাবে বাঁচতে চান৷ জ্রাকু আগামী তিন সপ্তাহের মধ্যে নোটিসের উত্তর না দিলে, তার অনুপস্থিতিতেই বাইডু ডিভোর্স পেয়ে যাবেন৷ এখনও পর্যন্ত জ্রাকু নোটিসের কোনো জবাব দেননি৷