জাতিসংঘ সংস্থার প্রধানকে গাজায় প্রবেশের অনুমতি দেয়া উচিত : যুক্তরাষ্ট্র

SHARE

ইসরায়েলকে জাতিসংঘের ফিলিস্তিনী সংস্থার (ইউএনআরডব্লিওএ) প্রধানকে গাজায় প্রবেশের অনুমতি দেয়া উচিত।

গাজায় সংস্থার প্রধানকে ঢুকতে না দেয়ার কারণে যুক্তরাষ্ট্র গতকাল মঙ্গলবার এ কথা বলেছে।

মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ভিড্যান্ট প্যাটেল সাংবাদিকদের বলেছেন, আমাদের বিশ্বাস ইউএনআরডব্লিওএকে গাজাসহ তার সকল কর্মক্ষেত্র পরিদর্শনের সুযোগ দেয়া উচিত এবং আমরা জাতিসংঘ ও এনজিও কর্মীদের সকল ভিসা আবেদন দ্রুত অনুমোদনের জন্যে ইসরায়েলি সরকারের সাথে অব্যাহতভাবে কাজ করতে যাচ্ছি।

ইউএনআরডব্লিওএ প্রধান ফিলিপ্পে লাজ্জারিনি কায়রোয় সোমবার গাজার দক্ষিণাঞ্চীয় রাফা শহরের যাওয়ার আগ্রহ ব্যক্ত করেছিলেন। কিন্তু ইসরায়েল তাকে প্রবেশের অনুমতি দেয়নি।

ইসরায়েলের অভিযোগ, জাতিসংঘের এই সংস্থা হামাসের একটি ফ্রন্ট হিসেবে কাজ করছে। এমনকী গত বছরের ৭ অক্টোবর ইসরায়েলে হামাসের হামলায় এর কয়েকজন কর্মীও জড়িত ছিল।

এ অভিযোগের পরিপ্রেক্ষিতে যুক্তরাষ্ট্র ইউএনআরডব্লিওএকে অর্থ দেয়া বন্ধ করে দেয়। একই সঙ্গে বিষয়টি খতিয়ে দেখারও আহ্বান জানায়। তবে সংস্থার কাজকে ওয়াশিংটন মূল্যবান বলে বর্ণনা করেছে।