সৌদি পররাষ্ট্রমন্ত্রী-ওআইসি মহাসচিবের সঙ্গে সাক্ষাতে হাছান মাহমুদ

SHARE

সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী ফয়সাল বিন ফারহান আল সৌদ এবং অর্গানাইজেশন অব ইসলামিক কোঅপারেশন-ওআইসির মহাসচিব হিসেন ব্রাহিম তাহার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ।

মঙ্গলবার (৫ মার্চ) সৌদি আরবের জেদ্দায় ওআইসির ১৯তম পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের সেশনের ফাঁকে সৌদির পররাষ্ট্রমন্ত্রী ও ওআইসির মহাসচিবের স‌ঙ্গে পৃথক সাক্ষাৎ ক‌রেন তিনি।

সৌদি পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠকে মন্ত্রী দুই ভ্রাতৃপ্রতিম দেশের মধ্যে দ্বিপাক্ষিক সম্পৃক্ততায় সন্তোষ ব্যক্ত করেন এবং আগামী দিনে এ সহযোগিতা আরও গভীর হবে বলে আশা প্রকাশ করেন।

এসময় তিনি সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের প্রস্তাবিত বাংলাদেশ সফর শিগগিরই সুবিধাজনক সময়ে হবে বলে আশা প্রকাশ করেন। সৌদি পররাষ্ট্রমন্ত্রী বলেন, আসন্ন এ সফর নিয়ে আরও আলোচনা হবে এবং সৌদি আরব বাংলাদেশের সঙ্গে বিগত তিন বছরে অত্যাধুনিক অর্থনৈতিক সহযোগিতার ভিত্তিতে তাদের সম্পৃক্ততা বিবেচনা করে।