বিকালে কামারুজ্জামানের সঙ্গে আইনজীবীদের সাক্ষাৎ

SHARE

kamruzzamanজামায়াতের ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মুহাম্মাদ কামারুজ্জামানের রিভিউ আবেদন খারিজ করে দেয়ার পর সোমবার বিকেলে তার সঙ্গে সাক্ষাৎ করার জন্য কারা কর্তৃপক্ষের কাছে আবেদন করেছেন তার আইনজীবারা।

সোমবার সকালে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ জামায়াত নেতার মৃত্যুদণ্ড বহাল রেখে রিভিউ খারিজ করে দেয়।

দৃশ্যত এরপর শেষ আইনি পদক্ষেপের বিষয় নিয়ে কথা বলতেই আইনজীবীরা কামারুজ্জামানের সঙ্গে সাক্ষাৎ করবেন।

সোমবার সকাল সাড়ে ১০টার দিকে কামারুজ্জামানের আইনজীবী অ্যাডভোকেট শিশির মুহাম্মদ মুনির সাংবাদিকদের  জানান, কামারুজ্জামানের ফাঁসির রায় পুনর্বিবেচনার (রিভিউ) আবেদন আদালতে খারিজ হয়ে যাওয়ায় এ বিষয়ে তার সঙ্গে আলাপ করবেন আইনজীবীরা। তার মতামত নিয়েই পরবর্তী সিদ্ধান্ত জানাবেন আইনজীবীরা। এজন্য সোমবার বিকেল চারটায় সাক্ষাতের অনুমতি চেয়ে আবেদন করা হবে।

এদিকে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম সোমবার সকালে জানিয়েছেন যে রাষ্ট্রপতির কাছে প্রাণভিক্ষার আবেদন করলে তা নিষ্পত্তি না হওয়া পর্যন্ত রায় কার্যকর করা যাবে না।

মাহবুবে আলম জানান, রাষ্ট্রপতি যদি প্রাণভিক্ষার আবেদন খারিজ করে দেন তবে কবে তার মৃত্যুদণ্ড কার্যকর করা হবে সরকারই সেই দিনক্ষণ নির্ধারণ করবে।