এইচএসসি পরীক্ষার নিরাপত্তায় সারা দেশে ১২৪ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে।
বিজিবি মোতায়েনের বিষয়টি নিশ্চিত করেন বিজিবি সদর দফতরের জনসংযোগ কর্মকর্তা মুহম্মদ মোহসিন রেজা।
তিনি জানান, ৬ এপ্রিল সোমবার এইচএসসি পরীক্ষা চলাকালীন নিরাপত্তার জন্য ঢাকা শহরে ১৬ প্লাটুন বিজিবি সদস্য এবং ঢাকার বাইরে দেশের বিভিন্ন স্থানে ১০৮ প্লাটুন বিজিবি সদস্য মোতায়েন থাকবে।
এ ছাড়া ঢাকার বাইরে সোমবার সকাল থেকে ২৪ ঘণ্টার জন্য দেশের বিভিন্ন স্থানে আইন-শৃঙ্খলা রক্ষার্থে ৬৫ প্লাটুন এবং মহাসড়কের নিরাপত্তার দায়িত্বে ১১৩ প্লাটুন বিজিবি সদস্য মোতায়েন থাকবে। আরো ৫৯ প্লাটুন বিজিবি সদস্য সারা দেশে মোতায়েনের জন্য প্রস্তুত থাকবে।