এইচএসসি পরীক্ষার নিরাপত্তায় সারা দেশে বিজিবি মোতায়েন

SHARE

bgbএইচএসসি পরীক্ষার নিরাপত্তায় সারা দেশে ১২৪ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে।

বিজিবি মোতায়েনের বিষয়টি নিশ্চিত করেন বিজিবি সদর দফতরের জনসংযোগ কর্মকর্তা মুহম্মদ মোহসিন রেজা।

তিনি জানান, ৬ এপ্রিল সোমবার এইচএসসি পরীক্ষা চলাকালীন নিরাপত্তার জন্য ঢাকা শহরে ১৬ প্লাটুন বিজিবি সদস্য এবং ঢাকার বাইরে দেশের বিভিন্ন স্থানে ১০৮ প্লাটুন বিজিবি সদস্য মোতায়েন থাকবে।

এ ছাড়া ঢাকার বাইরে সোমবার সকাল থেকে ২৪ ঘণ্টার জন্য দেশের বিভিন্ন স্থানে আইন-শৃঙ্খলা রক্ষার্থে ৬৫ প্লাটুন এবং মহাসড়কের নিরাপত্তার দায়িত্বে ১১৩ প্লাটুন বিজিবি সদস্য মোতায়েন থাকবে। আরো ৫৯ প্লাটুন বিজিবি সদস্য সারা দেশে মোতায়েনের জন্য প্রস্তুত থাকবে।