বিকালে কোকোর কবর জিয়ারত করবেন খালেদা জিয়া

SHARE

khaledaআজ বিকেল ৫টায় আরাফাত রহমান কোকোর কবর জিয়ারত করবেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া।

সোমবার সকালে বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের কর্মকর্তা শামছুদ্দিন দিদার এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, “ম্যাডাম বিকেল ৫টায় বনানী কবরস্থানে মরহুম আরাফাত রহমান কোকোর কবর জিয়ারত করতে যাবেন।”

এর আগে ২৮ জানুয়ারি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার ছোট ছেলে আরাফাত রহমান কোকোর কবর জিয়ারত করেছেন তার স্ত্রী শর্মিলা রহমান, দুই সন্তান জাফিয়া রহমান ও জাহিয়া রহমান। তাদেরকে কবর স্থানে নিয়ে যান মামা শামীম এস্কান্দার। ওই সময় শামীম এস্কান্দারের স্ত্রী কানিজ ফাতেমা, প্রয়াত সাঈদ এস্কান্দারের স্ত্রী নাসরিন এস্কান্দার এবং তাদের সন্তানরাও কোকোর কবর জিয়ারত করেন।

এরপর দলের নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ ফুল দিয়ে কোকোর কবরে শ্রদ্ধা জানান।

সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার কনিষ্ঠ পুত্র আরাফাত রহমান কোকো চলতি বছরের ২৪ জানুয়ারি মালয়েশিয়ায় হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা যান।

২৭ জানুয়ারি বনানী কবরস্থানের বি ব্লকের ১৮ নং সারিতে অবস্থিত ১,৮৩৮/১৪৭ নং কবরে তাকে দাফন করা হয়।