চাদে ৭ গ্রামবাসীকে হত্যা করেছে বোকো হারাম

SHARE

boko haramচাদের একটি গ্রামে হামলা চালিয়ে ৭ গ্রামবাসীকে হত্যা করেছে বোকো হারাম।

নাইজার ও চাদের সেনাবাহিনীর হামলায় চাদ থেকে পালানোর সময় সংগঠনটির সদস্যরা এ হত্যাকাণ্ড চালায় বলে নিরাপত্তা সূত্র শুক্রবার জানিয়েছে।

চলতি সপ্তাহের শুরুতে নাইজেরিয়ার উত্তর সীমান্তে অবস্থিত বোকো হারামের অন্যতম শেষ আশ্রয় হিসেবে পরিচিত মালাম ফাতোরিতে হামলা চালায় নাইজার ও চাদের সেনাবাহিনী।

পালিয়ে যাওয়ার সময় বোকো হারামের সদস্যরা বৃহস্পতিবার চাদের ওই গ্রামে প্রবেশ করে। ওই দিন দুই দেশের সেনাবাহিনীর সঙ্গে সংঘর্ষে বোকো হারামের কয়েকশ’ সদস্য নিহত হয়েছেন বলে দাবি করেছে চাদ। এই সংঘর্ষে চাদের নয়জন সেনা নিহত ও অপর ১৬ জন আহত হয়েছেন।

নাইজেরিয়ায় ইসলামী শরিয়াহ আইন প্রতিষ্ঠান জন্য ২০০২ সালে কার্যক্রম শুরু করে বোকো হারাম। তবে ২০০৯ সালে প্রথম সশস্ত্র অভিযান চালায় সংগঠনটি।

সংগঠনটির উদ্দেশ্য ছিল পশ্চিমা শিক্ষার বিরোধিতা করা। বোকো হারাম মানে ‘পশ্চিমা জ্ঞান নিষিদ্ধ’।

বোকো হারামের তাণ্ডবে এ পর্যন্ত অন্তত ১৩ হাজার মানুষ মারা গেছেন।

মূলত নাইজেরিয়ার উত্তরাঞ্চলে যুদ্ধ করছে সংগঠনটি। উত্তরের প্রদেশ বোর্নোর রাজধানী মাইদুগরিকে ইসলামিক রাষ্ট্রের রাজধানী বানাতে চায় বোকো হারাম।

নাইজেরিয়ার পার্শ্ববর্তী দেশ নাইজার, ক্যামেরুন ও চাদেও হামলা করছে সংগঠনটি।

বোকো হারামের বিরুদ্ধে আফ্রিকান ইউনিয়নের সমর্থন নিয়ে নাইজার, ক্যামেরুন ও চাদের সেনাবাহিনী যৌথ অভিযান চালাচ্ছে। সূত্র : রয়টার্স