ইন্দোনেশিয়ায় আগ্নেয়গিরির অগ্নুৎপাতে নিহত ১১ পর্বতারোহী

SHARE

বিশ্বের অন্যতম সক্রিয় আগ্নেয়গিরি ইন্দোনেশিয়ার মাউন্ট মেরাপিতে অগ্ন্যুৎপাতের ফলে ১১ জন পর্বতারোহী নিহত হয়েছেন। এছাড়া এ ঘটনায় আরো ১২ জন পর্বতারোহী নিখোঁজ রয়েছেন বলে জানিয়েছেন স্থানীয় কর্মকর্তারা।
সোমবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে কাতারভিত্তিক বার্তাসংস্থা আল জাজিরা।
প্রতিবেদনে বলা হয়, স্থানীয় সময় রোববার (৩ ডিসেম্বর) পশ্চিম সুমাত্রার আগ্নেয়গিরিটিতে অগ্নুৎপাত হয়। সে সময় ওই এলাকায় পঁচাত্তর জন লোক অবস্থান করছিল যাদের মধ্যে ২৬ জনকে সরিয়ে নেওয়া সম্ভব হয়নি বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
তবে পাডাং সার্চ অ্যান্ড রেসকিউ এজেন্সির প্রধান আব্দুল মালিক জানিয়েছেন যে, “যে ২৬ জনকে সরিয়ে নেওয়া হয়নি তাদের মধ্যে তিনজনকে জীবিত এবং ১১ জনকে মৃত অবস্থায় পাওয়া গেছে।”
তবে আগ্নেয়গিরির অগ্নুৎপাতের কারণে নিখোঁজ ১২ জনের সন্ধানে চলমান উদ্ধার অভিযান স্থগিত করা হয়েছে।
মাউন্ট মেরাপি ইন্দোনেশিয়ার সক্রিয় আগ্নেয়গিরিগুলোর মধ্যে একটি এবং রোববার সেখানে অগ্ন্যুৎপাতের ফলে ৩ কিমি দূরের এলাকা পর্যন্ত ছাই ছড়িয়ে পড়ে। এছাড়া গাড়ি, রাস্তা ছাইয়ে ঢেকে গেছে।
প্রশান্ত মহাসাগরের “রিং অফ ফায়ার”-এ অবস্থিত ইন্দোনেশিয়াতে আগ্নেয়গিরি সংস্থার তথ্য অনুসারে ২ হাজার ৮৯১ মিটার (৯ হাজার ৪৮৫ ফুট) উচ্চতার মাউন্ট মেরাপিসহ ১২৭টি সক্রিয় আগ্নেয়গিরি রয়েছে।