আশুলিয়ায় পৃথক স্থানে দুটি যাত্রীবাহী বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এ ঘটনায় বাসের চালক গুরুতর আহত হয়েছেন।
বুধবার ভোররাতে ঢাকা আরিচা মহাসড়কের আশুলিয়ার নিরিবিলি ও নবীনগর চন্দ্রা মহাসড়কের জিরানী বাজার এলাকায় বাস দুটিতে আগুন দেয় দুর্বৃত্তরা।
স্থানীয়রা জানিয়েছেন, ঢাকা- আরিচা মহাসড়কের আশুলিয়ার নিরিবিলি এলাকায় পলাশ পরিবহনের ঢাকা মেট্রো জ-১৪-০৮০৭ ও নবীনগর-চন্দ্রা মহাসড়কে জিরানী নামক স্থানে ঢাকা মেট্রো-ব- ১৪-৫৫৬৩ নং যাত্রীবাহী বাসে আগুন দেয় দুর্বৃত্তরা।
খোঁজ নিয়ে জানা যায়, ঢাকা-আরিচা মহাসড়কের পলাশ পরিবহনের বাসটিতে চালক ও হেলপার বাসে ঘুমিয়ে ছিলেন। হঠাৎ বাসে আগুন জ্বলতে দেখেন তারা। এ সময় বাসের চালক ও হেলপার গ্লাস ভেঙ্গে বের হন। এ ঘটনায় চালকের নাক ও হাতের কিছু অংশ পুড়ে যায়।
আহতদের স্থানীয় ক্লিনিকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।
খবর পেয়ে আশুলিয়া থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন। ডিইপিজেড ফায়ার সার্ভিসের একটি ইউনিট আগুন নিয়ন্ত্রনে কাজ করে।
অপরদিকে নবীনগর-চন্দ্রা মহাসড়কের জিরানী নামক স্থানে একটি যাত্রীবাহী বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। পরে গাজীপুর সদর থানার চক্রবর্তী ফাড়ির ইনচার্জ খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পুড়ে যাওয়া বাসটি উদ্ধার করে জোতি ফিলিং স্টেসনে রেখে দেয়। তবে এ ঘটনায় পুলিশ কাউকে আটক করতে পারেনি।
এ ব্যাপারে আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তফা কামাল ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “দুর্বৃত্তদের আটকের চেষ্টা চলছে।”