‘আইসিসি-র ভেতরে কী চলছে, ফাঁস করে দেব’

SHARE

lotas kamal1এই শিরোনামে আজ কলকাতার আজকাল একটি প্রতিবেদন ছেপেছে।

আজকাল লিখেছে, রেগে আগুন, তেলে বেগুন! অভিযোগ, বিশ্বকাপ ফাইনালের দিন তার সঙ্গে বাজে ব্যবহার করা হয়েছে৷ করেছেন আই সি সি চেয়ারম্যান নারায়ণস্বামী শ্রীনিবাসন৷ চূড়ান্ত অসম্মানিত বোধ করায় মেলবোর্নের মাঠ ছেড়ে চলে গিয়েছিলেন আই সি সি সভাপতি মুস্তাফা কামাল৷ ম্যাচের পর বিশ্বজয়ী দলের অধিনায়ক মাইকেল ক্লার্কের হাতে কাপ তুলে দেন শ্রীনিবাসনই৷ কানাঘুষো শোনা যাচ্ছে, যাবতীয় কলকাঠি নাকি শ্রীনিই নেড়েছেন৷ আর তাতেই চটে লাল কামাল! ‘সাংবিধানিক অধিকার থেকে বঞ্চিত’ কামালের হুমকি, আইসিসি-তে কী চলছে, জানিয়ে দেবেন গোটা বিশ্বকে!

আইসিসি-র সংবিধান উল্লেখ করে কামাল জানিয়েছেন, চ্যাম্পিয়ন দলের হাতে বিশ্বকাপ তুলে দেওয়ার কথা আই সি সি-র সভাপতিরই৷ কামাল বলেছেন, ‘এটা আমার সাংবিধানিক অধিকার৷ কিন্তু দুর্ভাগ্যজনকভাবে আমাকে তা করতে দেওয়া হয়নি৷ কারণ কী, জানি না৷ আমার অধিকারকে অসম্মান করা হয়েছে৷’

মেলবোর্নে বসে বাংলাদেশের একটি টেলিভিশন চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে কামাল বলেছেন, ‘বাড়ি ফেরার পর গোটা বিশ্বকে জানিয়ে দেব আইসিসি-র অভ্যন্তরে কী চলছে৷ জানিয়ে দেব, কারা এসব কাণ্ডকারখানা ঘটাচ্ছে৷’

কামাল মনে করেন, ‘সত্যি বলার’ খেসারত দিতে হলো তাকে৷ বিশ্বকাপ কোয়ার্টার ফাইনালে ভারতের কাছে বাংলাদেশ হারার পর আম্পায়ারের পক্ষপাতিত্ব নিয়ে সরব হয়েছিলেন বাংলাদেশের অন্যতম ক্রিকেট-কর্তা কামাল৷ এই ব্যাপারটাই নাকি মানতে পারেননি শ্রীনি৷ ক্ষুব্ধ হয়েছেন সভাপতির ওপর৷ কামাল বলেছেন, ‘আমি তো কোনো দেশের বিরুদ্ধে মন্তব্য করিনি৷ আমি মন্তব্য করেছিলাম, খারাপ আম্পায়ারিং নিয়ে৷ এমনকি আইসিসি একটি প্রেস বিবৃতিও প্রকাশ করেছিল৷ আমি প্রেসিডেন্ট ছিলাম, আছি এবং থাকব৷ সত্যি বলার জন্য, ক্রিকেটের স্বার্থে বলার জন্য আমার অধিকার কেড়ে নেওয়া হলো৷’