কামারুজ্জামানের রিভিউ শুনানি রোববার পর্যন্ত মুলতবি

SHARE
kamruzzamanএকাত্তরের মানবতাবিরোধী অপরাধে জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল মুহাম্মদ কামারুজ্জামানের মৃত্যুদণ্ড বহাল রেখে আপিল বিভাগের দেওয়া রায় পুনর্বিবেচনার (রিভিউ) আবেদনের শুনানি ৫ এপ্রিল (রোববার) পর্যন্ত মুলতবি ঘোষণা করেছেন আপিল বিভাগ।
রিভিউ আবেদনের শুনানি চার সপ্তাহের জন্য মুলতবি চেয়ে মঙ্গলবার আসামিপক্ষের আইনজীবীদের আবেদনের পরিপ্রেক্ষিতে বুধবার প্রধান বিচারপতি এসকে সিনহার নেতৃত্বে চার বিচারপতির আপিল বেঞ্চ এ আদেশ দেন।
এ সময় রাষ্ট্রপক্ষে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম ও আসামিপক্ষে অ্যাডভোকেট অন রেকর্ড জয়নাল আবেদিন তুহিন উপস্থিত ছিলেন।
গত ৯ মার্চ কামারুজ্জামানের রিভিউ আবেদন শুনানির জন্য ১ এপ্রিল দিন ধার্য করা হয়।
এর আগে গত ৫ মার্চ আপিল বিভাগের সংশ্লিষ্ট শাখায় কামারুজ্জামানের পক্ষে ৪৪টি যুক্তি দেখিয়ে তার আইনজীবীরা মৃত্যুদণ্ডের রায়ের বিরুদ্ধে রিভিউ করেন। ৪৫ পৃষ্ঠার রিভিউ আবেদনে ৭০৪ পৃষ্ঠার নথিপত্র জমা দেয়া হয়। পরে ৮ মার্চ আপিল বিভাগের চেম্বার বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী রিভিউ আবেদনটি শুনানির দিন ধার্য করতে আপিল বিভাগের নিয়মিত বেঞ্চে পাঠান।
গত ১৮ ফেব্রুয়ারি প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার (এসকে) সিনহার নেতৃত্বে চার বিচারপতির বেঞ্চ একাত্তরে বৃহত্তর ময়মনসিংহে বদর বাহিনীর প্রধান কামারুজ্জামানের আপিল মামলার পূর্ণাঙ্গ রায় দেন।
উল্লেখ্য, মুক্তিযুদ্ধকালে মানবতাবিরোধী অপরাধের দায়ে ২০১৩ সালের ৯ মে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ কামারুজ্জামানকে মৃত্যুদণ্ডাদেশ দেন। ট্রাইব্যুনালের রায়ের বিরুদ্ধে আপিল করলে গত বছরের ৩ নভেম্বর আপিল বিভাগ সংখ্যাগরিষ্ঠ মতের ভিত্তিতে মৃত্যুদণ্ডাদেশ বহাল রাখেন।