শ্রীলংকাকে নিষেধাজ্ঞার হুমকি আইসিসির!

SHARE

srilanka22অনেকদিন ধরেই সমস্যার মধ্য দিয়ে চলছে শ্রীলংকা ক্রিকেট বোর্ড। বোর্ডের বিভিন্ন কর্মকাণ্ডে হস্তক্ষেপ করছে সে দেশের সরকার। বিশ্বকাপে ব্যর্থ হওয়ার পরই নতুন করে ঝামেলা শুরু হয় লংকান বোর্ডে। গুঞ্জন উঠেছে, এসএলসির ওপর আবারও হস্তক্ষেপ করতে যাচ্ছে দেশটির সরকার। এমন খবরের পর আন্তর্জাতিক ক্রিকেট থেকে বহিষ্কারের সতর্কবার্তা পাঠিয়েছে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা (আইসিসি)।
সোমবার রাজনৈতিকভাবে শ্রীলংকান ক্রিকেট বোর্ডের দায়িত্ব অস্থায়ী অন্তর্বর্তী কমিটির ওপর ন্যস্ত করা হবে বলে সিদ্ধান্ত নেওয়া হয়, যেটি আইসিসির নিয়ম-কানুনের সঙ্গে সাংঘর্ষিক। এ কারণে আইসিসির পক্ষ থেকে শ্রীলংকাকে নিষেধাজ্ঞার ব্যাপারে সতর্ক করা হয়। শ্রীলংকান ক্রিকেট বোর্ডের ওপর সরকারি হস্তক্ষেপের বিষয়টি নজরে এলে আইসিসির প্রধান নির্বাহী ডেভিড রিচার্ডসন জানান, যদি সত্যি সত্যিই বোর্ডের ওপর সরকারিভাবে হস্তক্ষেপ করা হয়ে থাকে, তবে তারা নিষেধাজ্ঞার মুখে পড়বে। রিচার্ডসন বলেন, ‘মিডিয়ার খবরে জানতে
পারলাম, শ্রীলংকা ক্রিকেট বোর্ডের কাজকর্ম পরিচালনার জন্য দেশটির সরকার অন্তর্বর্তী কমিটি গঠন করতে যাচ্ছে। যদিও তাদের বোর্ডের পক্ষ থেকে এর সত্যতা এখনও নিশ্চিত করা হয়নি। আমি পরিষ্কার করে বলতে চাই, যদি তারা এটি করে, তবে সেটি আইসিসির ২ নম্বর অনুচ্ছেদের ৯-এর (খ) ধারা লঙ্ঘনের দায়ে অভিযুক্ত হবে। ফলে তারা আন্তর্জাতিক ক্রিকেট থেকে নিষেধাজ্ঞার কবলে পড়বে।’
আইসিসির ২ নম্বর অনুচ্ছেদের ধারা ৯-এর (খ)-তে বলা হয়েছে, ‘যদি কোনো দেশের সরকার সে দেশের ক্রিকেট বোর্ডের ওপর ওপর হস্তক্ষেপ করে, যেমন_ কাউকে সরকারিভাবে সিলেকশন ও ম্যানেজমেন্ট কমিটিতে নিয়োগ দেওয়া হয় বা কোচ নিয়োগ দেওয়া হয় অথবা বোর্ডের স্টাফ পদে কাউকে নিয়োগ দেওয়া হয়, তবে সে দেশকে ক্রিকেট থেকে নিষিদ্ধ বা তাদের সদস্যপদ বাতিল করার ক্ষমতা আইসিসির নির্বাহী বোর্ডের থাকবে।