
মঙ্গলবার সকালে ভরতখালী ইউনিয়নের উল্লাবাজার এলাকায় শাহীনের বাড়িতে বৈঠকের সময় স্থানীয়রা বাড়িটি ঘিরে তাদেরকে আটক করে। পরে পুলিশ এসে শাহীনের বাড়িতে তল্লাশি চালিয়ে ৪টি পেট্রোলবোমা উদ্ধার করে।
ভরতখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শামসুল আজাদ শীতল জানান,শাহীনকে এর আগেও বিভিন্ন মামলায় সাজা দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। শাহীনের নেতৃত্বে মূলত একটি বাহিনী এলাকায় সন্ত্রাসের রাজত্ব কায়েম করে আসছে। এলাকার লোকজন অতিষ্ঠ হয়ে তার বাড়ি ঘেরাও করে তাদেরকে আটক করেছে।
গাইবান্ধার সহকারী পুলিশ সুপার (সার্কেল-বি) মো. জহুরুল হক জানান,স্থানীয় জনতার মাধ্যমে খবর পেয়ে তাদেরকে আটক করা হয়েছে। পেট্রোলবোমাগুলো নিস্ক্রিয় করা হয়েছে, তদন্ত শেষে আটকদের বিরুদ্ধে মামলা দায়ের করা হবে।