আইসিসি-র সেরা একাদশে বালাদেশ ভারত ও পাকিস্তানের কেউ নেই

SHARE

iccআইসিসি-র সেরা একাদশে জায়গা হলো না কোনো বালাদেশ ভারত ও পাকিস্তানের  ক্রিকেটারের৷ বিশ্বকাপ শেষ হওয়ার পরই বিশ্বকাপ একাদশের তালিকা প্রকাশ করেছে বিশ্ব ক্রিকেটের সর্বোচ্চ নিয়ামক সংস্থা৷ যে দলের অধিনায়ক ব্রেন্ডন ম্যাকালাম৷ আইসিসি-র তৈরি একদল বিশেষজ্ঞ সেরা একাদশ নির্বাচন করেছেন৷ মূলত বিশ্বকাপে ভালো পারফর্ম ও পরিসংখ্যানকে থাকায় রেখে দল নির্বাচন করা হয়েছে৷

রোববার এমসিজি-তে অজিবাহিনীর কাছে ৭ উইকেটে হার সত্ত্বেও কিউই অধিয়ানককে নেতৃত্বের জন্য বেছে নেওয়া হয়েছে৷ আইসিসি-র তরফে এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, টুর্নামেন্টে ৪৪ দিন ধরে দলকে আগ্রাসন ও আত্মবিশ্বাসের সঙ্গে নেতৃত্ব দিয়েছেন ম্যাকালাম৷ সেই সঙ্গে ৯ ম্যাচে ৩২৮ রানও করেছেন৷ স্ট্রাইক রেট ১৮৮.৫০৷ তাই শুধু ফাইনালের হারটা বড় করে দেখতে নারাজ নির্বাচকমণ্ডলী৷ অধিনায়ক ছাড়াও দলে চারজন কিউই ক্রিকেটারের জায়গা হয়েছে৷ তারা হলেন কোরি অ্যান্ডারসন, ট্রেন্ট বোল্ট, মার্টিন গাপটিল ও ড্যানিয়েল ভেত্তোরি৷ বিশ্বজয়ী দল থেকে নেওয়া হয়েছে গ্লেন ম্যাক্সওয়েল, স্টিভ স্মিথ ও মিচেল স্টার্ককে৷ প্রাথমিক পর্যায়ের আলোচনায় তিন ভারতীয় বোলার উমেশ যাদব, মহম্মদ শামি ও রবিচন্দ্রন অশ্বিনের নাম থাকলেও শেষমেশ তাদের বাদ দিতে হয়৷

আইসিসি-র বিশ্বকাপ একাদশ: মার্টিন গাপটিল, ব্রেন্ডন ম্যাকালাম (অধিনায়ক), কুমার সঙ্গাকারা, স্টিভ স্মিথ, এবি ডে’ভিলিয়ার্স, গ্লেন ম্যাক্সওয়েল, কোরি অ্যান্ডারসন, ড্যানিয়েল ভেত্তোরি, মিচেল স্টার্ক, ট্রেন্ট বোল্ট, মর্নি মর্কেল ও ব্রেন্ডন টেলর (দ্বাদশ ক্রিকেটার)৷