১০ দলের সিদ্ধান্তে অনড় শ্রীনিবাসন

SHARE

srinibash30কূটজালে তিনি দক্ষ। স্বভাবই তার এ রকম। একটা ভেজাল না বাজালে তার ভালো লাগে না। এতদিন তিনি ভারতীয় ক্রিকেট বোর্ডে এটি করে এসেছেন। শেষে গলা ধাক্কা খেয়ে বিদায় হয়েছেন। এতো নির্লজ্জ ক্রিকেট কর্মকর্তা ভারেতে দেখা যায়নি।

এখন গেছেন আইসিসিতে। সেখানেও শুরু করেছেন্ কূটনীতি। বলছেন, ২০১৯ বিশ্বকাপ হবে ১০ দলে৷ এবিষয়ে নিজের সিদ্ধান্ত পাল্টাতে চান না আইসিসি প্রেসিডেন্ট নারায়ণস্বামী শ্রীনিবাসন৷
অন্যান্য ক্রিকেট খেলিয়ে দেশ এবিষয়ে আরও খানিকটা ভাবনা চিন্তা করে চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছতে চায়৷ কিন্তু শ্রীনি নিজের মতামতে অটল৷ তিনি জানিয়ে দিয়েছেন, ইংল্যান্ডে আগামী বিশ্বকাপে ১০টি দলই অংশ নেবে৷ বিশ্বের সেরা ৮টি দল সরাসরি কোয়ালিফাই করবে৷ছ’টি দলের কোয়ালিফাইং রাউন্ডের মাধ্যমে নবম ও দশম দল দু’টি বেছে নেওয়া হবে৷ এতে বিশ্ব ক্রিকেটের গুণগত মানের উন্নতি হবে বলে মনে করছেন শ্রীনি৷

বিশ্বকাপে আরও বেশি দলের অন্তর্ভূক্তির কথা বলেছিলেন শচিন টেন্ডুলকার৷ ক্রিকেটকে সারা বিশ্বে ছড়িয়ে দেওয়ার জন্য বিশ্বকাপে দলের সংখ্যা বাড়ানোর পক্ষে সাওয়াল করেছিলেন মাস্টার ব্লাস্টার৷ কিন্তু কোনো কথাই কানে নিচ্ছেন না বিসিসিআই-এর প্রাক্তন সভাপিত৷ আইসিসি-র এমন সিদ্ধান্তে ইতিমধ্যেই বিতর্ক শুরু হয়েছে৷ বিশ্বকাপকে ১৪ দল থেকে ১০ দলে করার এই সিদ্ধান্ত এবার কোন দিকে মোড় নেয়, সেটাই দেখার৷ তবে বিতর্কিত শ্রীনি যে আইসিসিকেও চরম বিতর্কে ঠেলে দেবে তার প্রমাণ মিলেছে বিশ্বকাপ ক্রিকেটের পুরস্কার অনুষ্ঠানে সংগঠনের সভাপতি মুস্তফা কামাল গায়ের জোরে বাদ দেয়ার মাধ্যমে