বলিউডে শুধুমাত্র প্রথম সারির অভিনেত্রীই নন, একজন স্পষ্টবক্তা হিসেবেও পরিচিত দীপিকা পাড়ুকোন। এবার নারীদের অধিকার সংক্রান্ত একটি ভিডিওতে দেখা গেল তাকে।
ভারতীয় মেয়েরা যে বিশ্বের অন্যান্য দেশের নারীদের থেকে কোনও অংশে পিছিয়ে নেই, সেই বার্তা দিয়েছেন তিনি এই ভিডিওতে। তার মতে অনেকক্ষেত্রে পুরুষদের থেকেও এগিয়ে রয়েছেন নারীরা। তারা চাইলে সবকিছুই করে দেখাতে পারেন।
তারাই সিদ্ধান্ত নেবেন, বিয়ে করবেন, কী করবেন না। কিংবা বিয়ের আগে যৌন সম্পর্ক করবেন কিনা। তিনিই ঠিক করবেন বিয়ের পরেও শ্বশুর বাড়িতে থাকবেন কিনা।
একজন নারী হয়ে চিরাচরিত প্রথা মেনে একজন পুরুষকেই ভালোবাসতে হবে, এই তত্ত্বেও বিশ্বাসী নন তিনি। তার মতে একটি মেয়েই ঠিক করবে তার সঙ্গে এক বা একাধিক পুরুষ বা নারীর সম্পর্ক থাকবে কিনা। কারণ, নারীর শরীর বা মনের ওপর শুধু তার একারই অধিকার। কোনো পুরুষের ভোগ্যপণ্য নন তিনি। কোনটা পাপ বা কোনটা পূণ্য সেটাও একান্তই তিনিই ঠিক করবেন।
ভিডিওটিতে ৯৯ জন মহিলার মুখ ব্যবহার করা হয়েছে।
সোশ্যাল নেটওয়ার্কিং সাইটে পোস্ট করার সঙ্গে সঙ্গেই সাড়া ফেলে দিয়েছে এই ভিডিও।