ট্রফি দিচ্ছেন না মুস্তফা কামাল

SHARE

ক্রিকেট হোক আর ফুটবল, বিশ্বকাপ ফাইনাল শেষে বিজয়ী দলের হাতে ট্রফি তুলে দেন সাধারণত সংগঠনের সভাপতি। ফিফা এবং আইসিসির ক্ষেত্রে এটা অনেকটা নিয়মের মতোই। তবে ক্রিকেট বিশ্বকাপে এ নিয়মটি থাকছে না। আজ মেলবোর্নে বিশ্বকাপ ফাইনাল শেষে বিজয়ী দলের হাতে আইসিসি সভাপতি আ হ ম মুস্তফা কামাল ট্রফি তুলে দিচ্ছেন না বলে জানা গেছে। গতকাল মেলবোর্নে একটি বৈঠক করে এ সিদ্ধান্ত নিয়েছে আইসিসি। আজ বিশ্বকাপ ট্রফি তুলে দেবেন আইসিসির চেয়ারম্যান এন শ্রীনিবাসন। তবে পুরস্কার বিতরণী মঞ্চে সভাপতি মুস্তফা কামাল উপস্থিত থাকবেন বলেও জানা গেছে। ধারণা করা হচ্ছে, বাংলাদেশ-ভারত কোয়ার্টার ফাইনাল ম্যাচ শেষে আম্পায়ারিংয়ের কড়া সমালোচনা করায় সভাপতি মুস্তফা কামালকে ট্রফি দেওয়া থেকে বিরত রাখা হচ্ছে। যদিও এ বিষয়ে আইসিসি এবং মুস্তফা কামালের কোনো বক্তব্য পাওয়া যায়নি। তবে এরই মধ্যে মুস্তফা কামালের বিরুদ্ধে কড়া বিবৃতি দিয়েছেন আইসিসির প্রধান নির্বাহী ডেভ রিচার্ডসন। তিনি বলেছেন, সভাপতির এমন মন্তব্য সত্যিই দুঃখজনক। আর তার কোনো ক্ষোভ বা প্রশ্ন থাকলে তিনি সেটা আইসিসির সভায় তুলতে পারতেন। এদিকে গতকাল রাতেই মেলবোর্ন পেঁৗছে গেছেন চেয়ারম্যান শ্রীনিবাসন। মুস্তফা কামাল আইসিসির সভাপতির দায়িত্ব নেওয়ার আগেই সংস্থার সংবিধান সংশোধন পরিবর্তন করা হয়। সভাপতির পদটি আলঙ্কারিক হিসেবে রেখে সব ক্ষমতা তুলে দেওয়া চেয়ারম্যানের হাতে। তবে প্রথম চেয়ারম্যান শ্রীনিবাসনকে আইপিএল (ইন্ডিয়ান প্রিমিয়ার লীগ) ফিক্সিং কাণ্ডে অভিযুক্ত করেছেন ভারতের সুপ্রিম কোর্ট। এ কারণে ক’দিন আগে বিসিসিআই সভাপতির পদে প্রতিদ্বন্দ্বিতা করতে পারেননি তিনি।