চাঁদপুর পৌরসভা নির্বাচনে ভোট চলছে

SHARE
vote0চাঁদপুর পৌরসভা নির্বাচনে ভোট গ্রহণ চলছে।
রোববার সকাল ৮টার শুরু হওয়া ভোট একটানা চলবে বিকেল ৪টা পর্যন্ত। দীর্ঘ ৯ বছর পর রোববার চাঁদপুর পৌরসভা নির্বাচন হচ্ছে।
নির্বাচনে ১৫টি ওয়ার্ডে মোট ভোটার ১ লাখ ১ হাজার ১২২ জন। এদের মধ্যে পুরুষ ভোটার ৫১ হাজার ৩৪০ জন ও নারী ৪৯ হাজার ৭৮২ জন।
নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন মেয়র পদে আওয়ামী লীগ সমর্থিত বর্তমান মেয়র নাছির উদ্দিন আহমেদ (মোবাইল ফোন) এবং সাবেক পৌর চেয়ারম্যান ও বিএনপি নেতা শফিকুর রহমান ভূঁইয়া (জগ)। এছাড়া ১৫টি ওয়ার্ডে সাধারণ কাউন্সিলর পদে ৯৪ জন ও সংরক্ষিত নারী ওয়ার্ড কাউন্সিলর পদে ২৭ জন নারী প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।
অপ্রীতিকর পরিস্থিতি মোকাবেলায় নির্বাচনী এলাকায় তিন প্লাটুন বিজিবির সঙ্গে র্যা ব ও পুলিশের বিপুল সংখ্যক সদস্য নিয়োজিত আছেন।
চাঁদপুর পৌরসভা নির্বাচনে দায়িত্বে থাকা রিটার্নিং অফিসার ও জেলা নির্বাচন অফিসার আতাউর রহমান জানান, নির্বাচন অবাধ ও সুষ্ঠু এবং নিরপেক্ষভাবে সম্পন্ন করার লক্ষে নির্বাচন কমিশনের নির্র্দেশনা অনুযায়ী সকল ব্যবস্থা নেয়া হয়েছে।
তিনি জানান, রোববার সকাল ৮টার চাঁদপুর পৌরসভার ৪৯টি ভোটকেন্দ্রে এক যোগে ভোট গ্রহণ শুরু হয়েছে, যা বিকেল ৪টা পর্যন্ত একটানা চলবে।