সন্ত্রাসবিরোধী যুদ্ধের সম্প্রচারে ভারতে টিভি চ্যানেলে নিষেধাজ্ঞা আসছে

SHARE

war24এবার থেকে সন্ত্রাসবিরোধী যুদ্ধের দৃশ্য সরাসরি সম্প্রচার করলে শাস্তির মুখে পড়তে হতে পারে ভারতের টিভি চ্যানেলগুলোকে। দেশটির কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের তরফে এই খবর জানানো হয়েছে।

সম্প্রতি জম্মু-কাশ্মীর সীমান্তে সন্ত্রাসবিরোধী অভিযানের খবর এবং দৃশ্য দেশের একাধিক টিভি চ্যানেল সরাসরি সম্প্রচার করেছিল। তথ্য ও সম্প্রচার সচিব এই ঘটনায় আপত্তি প্রকাশ করে জানিয়েছিলেন, এতে দেশের গোপন পরিকল্পনা প্রকাশ্যে চলে আসছে। ফলে দেশের নিরাপত্তা বিঘ্নিত হওয়ার সম্ভাবনা রয়েছে। সন্ত্রাসদমনে ভারতের গোপন স্ট্র্যাটেজি  টিভি চ্যানেলের মাধ্যমে প্রতিপক্ষ জেনে গেলে তাতে দেশেরই ক্ষতি। সেই কারণে  এই পদক্ষেপ বলে জানানো হয়েছে।  এর ফলে ১৯৯৪ সালের কেবল টেলিভিশন নেটওয়ার্কস রুলস এ কিছু সংশোধনী আনার পরিকল্পনা করা হচ্ছে বলে কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের তরফে জানানো হয়েছে।