চাঁপাইনবাবগঞ্জে শিবগঞ্জ উপজেলার অহেদপুর সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে তরিকুল ইসলাম (৩৫) নামে এক বাংলাদেশি নিহত হয়েছেন।
রোববার রাত প্রায় ১টার দিকে এ ঘটনা ঘটে।
তরিকুল ইসলাম শিবগঞ্জ উপজেলার পাঁকা ইউনিয়নের জামাইপাড়া গ্রামের মৃত ইউসুফ আলীর ছেলে।
চাঁপাইনবাবগঞ্জ-৯ বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ব্যাটেলিয়নের পরিচালক লে. কর্নেল আবু জাফর শেখ মোহাম্মদ বজলুল হক জানান, তরিকুল ইসলামসহ ৫/৬ জন বাংলাদেশি গরু আনার জন্য রবিবার রাতে অহেদপুর সীমান্ত দিয়ে ভারতে প্রবেশ করে। এসময় ভারতের চাঁদনীচক বিএসএফ ক্যাম্পের সদস্যদের একটি টহলদল তাদের লক্ষ করে গুলি ছুড়ে। এতে তরিকুল ইসলাম গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হন। এসময় তার সঙ্গীরা গুলিবিদ্ধ অবস্থায় তাকে উদ্ধার করে বাড়িতে নিয়ে আসলে রাত আড়াইটার দিকে মারা যান তিনি।
বিজিবির এ কর্মকর্তা আরো জানান, এ ঘটনায় বিএসএফের কাছে তাৎক্ষনিকভাবে প্রতিবাদ জানানো হয়েছে এবং পতাকা বৈঠক আহ্বান করা হয়েছে।
শিবগঞ্জ থানা ওসি মইনুল ইসলাম জানান, সোমবার সকালে পুলিশ নিহতের বাড়ি থেকে তার লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।