ফতুল্লায় স্বামীর বিরুদ্ধে এসিড নিক্ষেপের অভিযোগ গৃহবধুর

SHARE

acidনারায়ণগঞ্জের ফতুল্লা মডেল থানার ভূঁইগড় এলাকায় ইয়াসমিন আক্তার (৩২) নামের এক গৃহবধুর শরীর ঝলসে গেছে এসিডে। তার পরিবারের অভিযোগ  রোববার বেলা সাড়ে তিনটার  তার স্বামী এসিড নিক্ষেপ করেছে। তবে কেন এ ঘটনা ঘটেছে তা জানা যায়নি।

রোববার দিবাগত রাত সাড়ে তিনটা থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসা নিচ্ছেন ইয়াসমিন।

দগ্ধ ইয়াসমিনের ছোট বোন আফরোজা আক্তার বলেন, গত রোববার বেলা তিনটার দিকে ইয়াসমিনের স্বামী পলাশ তার গায়ে এসিড ছুঁড়ে মারে। এতে ইয়াসমিনের সমস্ত শরীর ঝলসে যায়। তাকে প্রথমে একটি স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেয়া হয়। সেখানে তার অবস্থার অবনতি হলে তাকে রোববার দিবাগত রাত সাড়ে তিনটার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে।

তবে কী কারণে ইয়াসমিনের শরীরে এসিড নিক্ষেপ করেছে তা জানাতে চাননি ছোট বোন আফরোজা আক্তার।

দগ্ধ ইয়াসমিন আক্তার নারায়ণগঞ্জ জেলার ফতুল্লা মডেল থানার ভূঁইগড় গ্রামের গোলজার হোসেনের মেয়ে।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের সহকারী উপ-পরিদর্শক (এএসআই) সেন্টু চন্দ্র দাস ঘটনার সত্যতা নিশ্চিত করেন।