ওয়ার্ডপ্রেস ডট কম-কে সাময়িকভাবে নিষিদ্ধ বলে ঘোষণা করা হল পাকিস্তানে। পাকিস্তান টেলিকমিউনিকেশন অথরিটি বা পিটিএ দেশের সমস্ত ইন্টারনেট পরিষেবাকারী সংস্থাকে ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটটিকে ‘ডিসেবল’ করতে নির্দেশ দিয়েছে।
যদিও কেন ওয়ার্ডপ্রেস বন্ধ করে দেওয়া হরো তা এখনও স্পষ্ট নয়। সাধারণত ব্লগ বা ওয়েবসাইট তৈরি করতে ওয়ার্ডপ্রেস ব্যবহৃত হয়। পাকিস্তানে ফেসবুক, ট্যুইটার বা ইউকিপিডিয়া এমনিতেই নিষিদ্ধ বহুদিন ধরে। ইউটিউবের উপরেও রয়েছে নিয়ন্ত্রণ। এবার ব্লগ বা ওয়েবসাইট তৈরিতে জারি হরো সেন্সরশিপ। সে দেশে ওয়ার্ডপ্রেসে তৈরি কোনো ব্লগ খুললেই দেখা যাচ্ছে ‘এরর মেসেজ’।