পুলিশ ও প্রত্যক্ষদর্শী জানায়, থানা সংলগ্ন পুরাতন ক্যাম্প মহল্লায় মঞ্জুরুল হাসান শান্তর বাসা। তাদের পারিবারিক কলহ চলছে। কলহের জের ধরে মঞ্জুরুল হাসান শান্ত (৩০) তার মা রীনা পারভীনকে (৬০) গলা কেটে হত্যা করেন। সে সময় তার বাবা মুক্তিযোদ্ধা মিজানুর রহমান (৬৮) শান্তকে আটকাতে গেলে তাকেও এলাপাতাড়ি কোপাতে থাকেন। তার দায়ের আঘাতে পিতা নিহত হন।
এ সময় তার বাসার পাশে অন্য বাসায় ভাড়া থাকা প্রতিবেশি এক পুলিশ সদস্যের স্ত্রী তাকে আটকাতে গেলে তাকেও ধারালো দা দিয়ে কুপিয়ে জখম করে শান্ত। খবর পেয়ে থানা পুলিশ ঘটনা স্থলে গেলে তাদের ওপরও শান্ত হামলা করে ।
তার এলোপাতাড়ি আঘাতে পঞ্চগড় থানার এসআই আরিফ হোসেন ও এএসআই এনামুল হক গুরুতর আহত হন। শান্ত নিজেও আহত হয়ে পড়েন।
পরে অতিরিক্ত পুলিশ গিয়ে তাকে আটক করে।
মুক্তিযোদ্ধা দম্পত্তিকে উদ্ধার করে এলাকাবাসী তাড়াতাড়ি হাসপাতালে নিয়ে যান। কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
মঞ্জরুল হাসান শান্ত পঞ্চগড় চিনিকলের আখ উন্নয়ন কর্মকর্তা।