সাবেক সংসদ সদস্য ও নন্দিত অভিনেত্রী সারাহ্ বেগম কবরী ঢাকা সিটি করপোরেশন-উত্তরের মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করতে পারেন বলে জানা গেছে। নির্বাচনে অংশগ্রহণের জন্য আওয়ামী লীগের অনেক নেতাকর্মী ও ঘনিষ্ঠজন তার সঙ্গে যোগাযোগ করছেন। তবে এ ব্যাপারে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত নেননি তিনি। কবরী নারায়ণগঞ্জ থেকে আওয়ামী লীগ প্রার্থী হিসেবে সরাসরি প্রতিদ্বন্দ্বিতা করে নবম সংসদে সদস্য নির্বাচিত হন।
তিনি স্বীয় নির্বাচনী এলাকার উন্নয়নে বিশেষ অবদান রাখেন। গতকাল রাতে এ ব্যাপারে যোগাযোগ করা হলে কবরী জানান, তাকে মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য বিভিন্ন মহল পরামর্শ দিয়েছে। তিনি এ ব্যাপারে এখনও মনস্থির করতে পারেননি। তবে নারীর ক্ষমতায়নে প্রধানমন্ত্রীর বিশেষ আগ্রহের কথা মনে রেখে তিনি মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতার ব্যাপারে ইতিবাচক সিদ্ধান্ত নিতে পারেন।