ফেনীতে পেট্রোলবোমায় দগ্ধ মুক্তিযোদ্ধার মৃত্যু

SHARE

feni mapফেনীর দাগনভূঞায় মাছ বহনকারী ট্রাকে দুর্বৃত্তদের পেট্রোলবোমা হামলায় দগ্ধ মুক্তিযোদ্ধা ও ট্রাকচালক মো. ইউসুফ খান (৬৭) মারা গেছেন।

ঢাকা মেডিকেলে কলেজ হাসপাতালের (ঢামেক) বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় শনিবার রাত সাড়ে ৯টার দিকে তার মৃত্যু হয়।

ইউসূফের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বার্ন ইউনিটের আবাসিক চিকিৎসক পার্থ শংকর পাল জানান, ইউসুফের শরীরের ২৫ শতাংশ পুড়ে যায়। এ ছাড়া আগুনে তার শ্বাসনালী ক্ষতিগ্রস্ত হয়।

আবাসিক চিকিৎসক আরও জানান, দুর্বৃত্তদের ছোড়া পেট্রোলবোমায় দগ্ধ এ পর্যন্ত ১৬ জন বার্ন ইউনিটে মারা গেছেন। চিকিৎসাধীন আছেন আরও ২৬ জন।

কুমিল্লার বুড়িচং থেকে একটি ট্রাক মাছ নিয়ে দাগনভূঞার মাতুভূঞা ব্রিজ এলাকায় পৌঁছলে শুক্রবার ভোরে দুর্বৃত্তরা কয়েকটি পেট্রোলবোমা ছোড়ে। এ সময় পাঁচজন দগ্ধ হন।

দগ্ধদের বাড়ি কুমিল্লার বুড়িচং উপজেলার জিয়াপুর গ্রামে।