‘দেশে আজ গণতন্ত্রের লেশমাত্র নেই’

SHARE

gani‘দেশে আজ গণতন্ত্রের লেশমাত্র নেই’ এমন মন্তব্য করে বাংলাদেশ ন্যাপ চেয়ারম্যান জেবেল রহমান গানি বলেছেন,  “সরকার ক্রমান্বয়ে গণতন্ত্রকে হত্যা করে ফ্যাসীবাদী শাসনের দিকে এগিয়ে যাচ্ছে।”

শনিবার সকালে গুলশানে বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি-বাংলাদেশ ন্যাপ‘র আয়োজিত এক সভায় তিনি একথা বলেন।

জেবেল গাণি বলেন, “ভোটারবিহীন, অংশগ্রহনহীন একটি বিতর্কিত ও একতরফা নির্বাচনের মাধ্যমে সরকার ক্ষমতায় আছে। তারা বিরোধী দলের ন্যায় সঙ্গত দাবীকে অগ্রাহ্য করে দেশটাকে সংকটের দিকে ঠেলে দিয়েছে ।”

তিনি অভিযোগ করেন, “দেশের সকল প্রতিষ্ঠানকে বিতর্কিত করে বলপ্রয়োগের মাধ্যমে চলমান রাজনৈতিক সঙ্কটকে আরো বেশী জটিল করে তুলছে।”

তিনি অবিলম্বে সালাহ উদ্দিন আহমেদকে অক্ষত ও সুস্থ অবস্থায় তার পরবিাররে কাছে ফিরিয়ে দেয়ার দাবি জানান।

ন্যাপ মহাসচিব এম. গোলাম মোস্তফা ভুইয়া‘র সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন ন্যাপ যুগ্ম মহাসচিব সৈয়দ শাহজাহান সাজু প্রমুখ।